মেইনটেনেন্স মাত্র ৬ পয়সা, হু হু করে চলবে ১ কিমি! বাজারে এল নয়া ই-রিকশা, চমকে দেওয়া ফিচার্স

বাংলাহান্ট ডেস্ক : দেশের বাজারে ক্রমশ জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক গাড়ির। আজকাল রাস্তায় বেরোলেই ইলেকট্রিক দুই চাকা বা চার চাকার গাড়ি চোখে পড়ে। বর্তমানে ভারতের মাটিতেই তৈরি হচ্ছে এই ধরনের ইলেকট্রিক যানবাহন। ১০০ শতাংশ মেক ইন ইন্ডিয়া বৈদ্যুতিক গাড়ির চাহিদা ভারতের বাজারে এখন আকাশ ছোঁয়া।

নয়া ফিচার্সের ইলেকট্রিক রিক্সা (Electric Rickshaw)

এই আবহে যাত্রীবাহী একটি গাড়ি বাজারে নিয়ে এসেছে Lohia । সংস্থার দাবি তাদের নতুন বৈদ্যুতিক ই-রিকশা (Electric Rickshaw) সাড়া ফেলে দেবে ভারতের বাজারে। Lohia সংস্থার নতুন এই ই-রিক্সায় থাকছে 51.2 V, 105 AH লিথিয়াম ব্যাটারি। যার জেরে ৮০- ৯০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম এই ই-রিকশা। যাত্রীবাহী এই ইলেকট্রিক রিক্সা (Electric Rickshaw) ঘন্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত গতি দিতে পারবে বলে জানিয়েছে সংস্থা।

   

আরোও পড়ুন : মুখে কথা অতীত! এবার রাইয়ের গায়ে হাত তুলল অনির্বাণ! আগাম পর্ব ফাঁস হতেই রাগে ফুঁসছে দর্শকরা

এই যাত্রীবাহী ইলেকট্রিক রিক্সার (Electric Rickshaw) অন্যতম বৈশিষ্ট্য এটির 4PR টায়ার এবং অ্যালয় হুইল। লোহিয়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভারতেই তৈরি করা হবে এই ইলেকট্রিক রিক্সা। ৯ থেকে ১০ ঘন্টা সময় লাগবে এই রিক্সা ফুল চার্জ দিতে। এছাড়াও সময়ের সাথে তাল মিলিয়ে এই ইলেকট্রিক রিক্সায় (Electric Rickshaw) দেওয়া হয়েছে ডিজিটাল ডিসপ্লে।

আরোও পড়ুন : এক্কেবারে ফ্রি! এরা অবশ্য বিনামূল্যেই পেয়ে যান আধার, কার্ড করতে কোন বয়সে কত খরচ জানেন?

Mahindra Treo Yaari :

ভারতের বাজারে ইলেকট্রিক রিক্সা (Electric Rickshaw) নিয়ে এসেছে মাহিন্দ্রাও। প্রতি কিলোমিটারে মাত্র ৬ পয়সা রক্ষণাবেক্ষণ খরচ এটির। ৪৮V, লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এই ইলেকট্রিক রিক্সায়। এই ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ২ ঘন্টা ৩০ মিনিট।

cats 61ad1f

মিনি মেট্রো ই-রিক্সা :

ভারতের বাজারে ইলেকট্রিক রিক্সার (Electric Rickshaw) নতুন মডেল এনেছে মিনি মেট্রো ই-রিক্সা। সংস্থার দাবি এই ইলেকট্রিক রিক্সাটি ১১০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম। ৮ ঘন্টা সময় লাগে এই ইলেকট্রিক রিক্সা সম্পূর্ণ চার্জ হতে। আরাম করে চারজন যাত্রী অনায়াসে বসতে পারেন এই রিক্সায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর