বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সিরিয়ালের (Serial) পরিস্থিতি এমন হয়েছে যে কয়েক মাস যেতে না যেতেই শেষ হয়ে যাচ্ছে কোনো না কোনো মেগা দ্রুত বদলাচ্ছে দর্শকদের পছন্দ অপছন্দ। আর সেই সঙ্গে বদলাচ্ছে ধারাবাহিকের (Serial) ভাগ্য। তবে এই পরিস্থিতিতেও নতুনদের রীতিমতো টক্কর দিয়ে একটানা ভালো টিআরপি তুলে চলেছে ‘জগদ্ধাত্রী’। জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা (Serial) এটি।
অন্য সিরিয়ালের থেকে আলাদা জগদ্ধাত্রী
আর পাঁচটা সিরিয়ালের (Serial) থেকে ভিন্ন ধারার জগদ্ধাত্রী। এখানে নায়িকাই কার্যত নায়কের ভূমিকা পালন করেন। বর্তমানে বেশ কিছু সিরিয়াল (Serial) এমন ধারার গল্প আনলেও জগদ্ধাত্রী কার্যত এই ট্রেন্ড শুরু করেছিল। এখন অবশ্য গল্প অনেকটা এগিয়ে গিয়েছে। জগদ্ধাত্রী এখন হুইলচেয়ারে। মায়ের জন্য সুবিচার আনতে কৌশিকীর সঙ্গে হাত মিলিয়েছে দুর্গা।
কী চলছে সিরিয়ালে: এদিকে বৈদেহী আর উৎসব দুর্গাকে খুঁজে পেতে মরিয়া। শেষমেষ তারা দুর্গারই অনাথাশ্রমের এক মেয়ে মঞ্জুকে জগদ্ধাত্রীর (Serial) মেয়ে ভেবে ভুল করে। বৈদেহী কৌশিকীকে এসে জানায়, তারা দুর্গার খোঁজ পেয়ে গিয়েছে, আর তার কথা মতোই দুর্গা উঠবোস করবে। এদিকে দুর্গা বলে, সবটা তার প্ল্যান মাফিকই চলছে।
আরো পড়ুন: জব্বর চমক! TRP ধরতে “মোক্ষম” টুইস্ট, জলসার সিরিয়াল দিয়েই অভিনয়ে এন্ট্রি রাজ-কন্যা ইয়ালিনীর?
আসছে বড় চমক: আসলে সেই মঞ্জুকে বলে নিজেকে দুর্গা বলে পরিচয় দিতে। তার প্ল্যান দুর্গা (Serial) সাজিয়ে মঞ্জুকে মুখার্জী বাড়িতে ঢোকানো আর নানান তথ্য আদায় করা। এবার খুব শীঘ্রই বৈদেহী আর উৎসবের পর্দাফাঁস হবে বলে মনে করছেন দর্শকরা।
আরো পড়ুন : জি বাংলার ঘরের মেয়ে, লম্বা বিরতির পর চ্যানেল বদলে জলসায় ফিরছেন জনপ্রিয় নায়িকা!
প্রসঙ্গত, প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে জি বাংলায় সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী। প্রথম থেকেই এই ধারাবাহিকের টিআরপি বেশ চড়া। এমনকি এত দিন পর্যন্ত যখন সমসাময়িক সিরিয়ালগুলি শেষ হয়ে যাচ্ছে তখন জগদ্ধাত্রী এখনো দিব্যি ভালো টিআরপি তুলছে। এমনকি কয়েক সপ্তাহ ধরে দ্বিতীয় স্থানেও জায়গা করে নিচ্ছে ধারাবাহিকটি।