আসছে নতুন ফেসবুক!

 

বাংলা হান্ট ডেস্ক : আসতে চলেছে নতুন ফেসবুক। এখানে নতুন ফেসবুক বলতে ফেসবুকের নতুন রূপের কথা বোঝানো হয়েছে। ফেসবুকের যে শিগ্রহী রুপ বদলাচ্ছে তা জানিয়েছেন খোদ মার্ক জুকেরবার্গ।

এই নতুন আপডেটে ফেসবুকের আইকন নীল রঙের বারকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও নিউজ ফিড এবং ম্যাসেঞ্জারেও আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। ছবি ও স্টোরিতে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

bb07b facebook logo

এছাড়াও থাকবে আরও নানান রকম নিত্য নতুন ফিচার। জুকেরবার্গ জানিয়েছেন কিছুদিনের মধ্যেই চলে আসবে এই আপডেট ভার্সন।

সম্পর্কিত খবর