বাংলাহান্ট ডেস্কঃ ২ মে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার বাংলায় ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথও নিয়ে নিয়েছেন। এবার মন্ত্রীসভা গঠন করার সময়। সোমবার রাজ্যের বিধায়করা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এবার মন্ত্রী হচ্ছেন কারা সেটা নিয়ে সবার আগ্রহ ছিল। এবার প্রার্থীদের মতই বিধায়ক পদে চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একাধিক নতুন মুখকে প্রার্থী করেছিলেন। এবার মন্ত্রীসভাতেও দেখা যাবে একাধিক নতুন মুখ। অভিজ্ঞ আর নতুনদের নিয়ে এবার গড়ে উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভা। তবে গতবারগুলোর তুলনায় এবারের মন্ত্রী সভা খানিকটা বড় হতে চলেছে। এবার ২৪ জন বিধায়ক পূর্ণমন্ত্রী, ৯ জন প্রতিমন্ত্রী আর ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন। দেখে নিন এবারের মমতার মন্ত্রী তালিকা।
- সুব্রত মুখোপাধ্যায়।
- পার্থ চট্টোপাধ্যায়।
- অমিত মিত্র।
- সাধন পাণ্ডে।
- জ্যোতিপ্রিয় মল্লিক।
- বঙ্কিম চন্দ্র হাজরা।
- মানস ভুঁইঞা।
- সৌমেন কুমার মহাপাত্র।
- মলয় ঘটক।
- অরুপ বিশ্বাস।
- উজ্জ্বল বিশ্বাস।
- অরুপ রায়।
- রথিন ঘোষ।
- ফিরহাদ হাকিম।
- চন্দ্রনাথ সিনহা।
- শোভাদেব চট্টোপাধ্যায়।
- ব্রাত্য বসু।
- পুলক রায়।
- শশী পাঁজা।
- গুলাম রব্বানি।
- বিপ্লব মিত্র।
- জাভেদ আহমেদ খান।
- স্বপন দেবনাথ।
- সিদ্দিকুল্লা চৌধুরী।
- বেচারাম মান্না
- সুব্রত সাহা।
- হুমায়ূন কবীর।
- অখিল গিরি।
- চন্দ্রিমা ভট্টাচার্য।
- রত্না দে নাগ।
- সন্ধ্যারানী টুডু।
- বুলু বারিক।
- সুজিত বসু।
- ইন্দ্রনীল সেন।