বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে অনলাইন পেমেন্ট একটা জরুরি বিষয়ের মধ্যে চলে এসেছে। ফোনে রিচার্জ থেকে শুরু করে দোকানের বিল, ইলেকট্রিক বিল থেকে সবকিছুই অনলাইন পেমেন্টের মাধ্যমে দেওয়া যায়। আর এসবের মধ্যে উল্লেখযোগ্য পেটিএম (Paytm), ফোন-পে (Phone Pe), গুগল পে (Google Pay) ইত্যাদি। এসবের মধ্যেই নয়া সংযোজন হোয়াটসঅ্যাপ পেমেন্টস (WhatsApp Payments)। এক বছর আগে এই পরিষেবা চালু হলেও অনেকেই পেটিএম, ফোন-পে ছেড়ে এই অ্যাপে কাউকে টাকা পাঠাতে তেমন একটা আগ্রহ দেখায়নি।
তবে বলে রাখা ভালো, হোয়াটসঅ্যাপ পেমেন্টের মাধ্যমে শুধুমাত্র কোনও ব্যক্তিকেই টাকা পাঠানো যাবে। গ্রাহক এবং প্রেরক উভয়েরই যদি হোয়াটসঅ্যাপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা থাকে, তাহলে সেক্ষেত্রেই মুহূর্তের মধ্যে পাঠানো যাবে টাকা।
আর এবার এই হোয়াটসঅ্যাপ পেমেন্টকে আরও গ্রহণযোগ্য করে তুলতে অন্যান্য অ্যাপের মতো এরাও ক্যাশব্যাক (Cashback) চালু করেছে। এর আগে হোয়াটসঅ্যাপে আর্থিক লেনদেন করলে কোনও ক্যাশব্যাক বা কুপন মিলত না, এবার থেকে তা পাওয়া যাবে। এই নয়া ফিচার ইতিমধ্যেই শুরু করেছে এই সংস্থা।
জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে লেনদেন বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এর আগে ক্যাশব্যাক না পাওয়ার কারণে অধিকাংশ মানুষই লেনদেনের জন্য অন্য অ্যাপ ব্যবহার করতেন। এবার থেকে ক্যাশব্যাক মিললে হোয়াটসঅ্যাপে বাড়বে লেনদেনের সংখ্যা। জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের চ্যাট (Chat) লিস্টের উপরে একটি অপশন দেখা যাচ্ছে। যেখানে লেখা রয়েছে ‘Get Cashback on your next payment’।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের জুন মাসে এই ধরনের একটি ক্যাশব্যাক অফার চালু করেছিল হোয়াটসঅ্যাপ। যেখানে প্রথম তিনটে লেনদেন ফ্ল্যাট ৩৫ টাকা করে ক্যাশব্যাক দেওয়া হচ্ছিল। এবার এই পেমেন্ট অপশনকে আরও ব্যবহারকারীদের যুক্ত করতে ফের ক্যাশব্যাক অফার চালু করল তারা।