বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ অত্যন্ত জনপ্রিয় একটি মেসেঞ্জার অ্যাপ। খুব দ্রুত ও সহজ পদ্ধতিতে একে অপরকে মনের কথা প্রকাশ করার জন্য অধিকাংশ মানুষ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ (whatsapp)। শুধু সৌজন্যতা নয়, বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজকর্মের ক্ষেত্রেও এর জুড়ি মেলা ভার। বিশ্ব বিখ্যাত এই অ্যাপ সংস্থা মাঝেমধ্যেই বিভিন্ন আপডেট নিয়ে আসে।
এই আপডেট গুলির মাধ্যমে নতুন নতুন ফিচার যোগ হয় হোয়াটসঅ্যাপে। সম্প্রতি এমন একটি বড় আপডেটের কথা শোনা যাচ্ছে সংস্থার পক্ষ থেকে। এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে মেসেজ এডিট ফিচার। এতদিন পর্যন্ত যদি আপনি কোন মেসেজ ভুল করে কাউকে পাঠিয়ে দিতেন তাহলে ডিলিট করতে হতো।
কিন্তু এবার থেকে সেই মেসেজ ডিলিট করার বদলে এডিট করতেও পারবেন আপনি। মনে করুন আপনি ভুলবশত কিছু টাইপ করে কাউকে মেসেজ করেছেন। আপনি সেটি সংশোধন করার সুযোগ পাবেন হোয়াটসঅ্যাপে। কোন মেসেজ পাঠানোর ১৫ মিনিট পর্যন্ত আপনি সেই মেসেজ এডিট করতে পারবেন। আপনি যদি চান সেই মেসেজে নতুন কিছু শব্দ যোগ করতে পারেন।
এই নতুন ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপ আইওএস ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে।
তবে জানা যাচ্ছে খুব শীঘ্রই এই সুবিধাটি অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও পাবেন। তবে কোনও ছবি, ভিডিয়ো, ক্যাপশন এডিট করা যাবে না। এর পাশাপাশি, মেটা দ্রুত বিটা টেস্টিং করবে বলেও জানা গিয়েছে।