ফিক্সড ডিপোজিটে ব্যাপক সুদ, নতুন স্কিম নিয়ে এল এই ব্যাঙ্ক! লাভ হবে গ্রাহকদের

বাংলাহান্ট ডেস্ক : ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India) দেশের অন্যতম প্রাচীন একটি সরকারি ব্যাংক। এই ব্যাঙ্কটি স্থায়ী আমানতের উপর আকর্ষণীয় সুদ দিয়ে থাকে তাদের গ্রাহকদের। সম্প্রতি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি আকর্ষণীয় স্কিম (Scheme)। এই স্কিমে অতিরিক্ত লাভবান হবেন প্রবীণ নাগরিকরা (Senior Citizen)।

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন একটি টার্ম ডিপোজিট স্কিমের ঘোষণা করেছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘শুভ আরম্ভ ডিপোজিট’-র মাধ্যমে বিশেষভাবে লাভবান হবেন প্রবীণ গ্রাহকরা। সিনিয়ার ছাড়াও সুপার সিনিয়র সিটিজেনরাও পাবেন বিশেষ সুবিধা। সিনিয়র সিটিজেনরা ০.৫ ও সুপার সিটিজেন ০.৬৫ শতাংশ সুদ অতিরিক্ত পাবেন এই স্কিমে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে এই নতুন সুবিধা কার্যকর হবে।

শুভ আরম্ভ ডিপোজিট : এই স্কিমে গ্রাহকদের ৫০১ দিন টাকা জমা রাখতে হবে। সিনিয়র ও সুপার সিনিয়ার গ্রাহকরা অতিরিক্ত সুদ পাবেন এই স্কিমে। সুপার সিনিয়র গ্রাহকরা সর্বোচ্চ ৭.৮০% পর্যন্ত সুদ পাবেন। ৭.৬৫% পর্যন্ত সর্বোচ্চ সুদ পাবেন ৬০ থেকে ৮০ বছর বয়সী প্রবীণ নাগরিকরা। ৭.১৫% হারে ৫০১ দিনের এই এফডি স্কিমে সুদ পাবেন সাধারণ গ্রাহকরা।

Bank of India

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট বৃদ্ধি করেছে। এরপর থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার বাড়িয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানারা ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো প্রথম সারির সরকারি ব্যাংকগুলি ৭% এর উপর সুদ দিচ্ছে স্থায়ী আমানতে। এছাড়াও কিছু স্মল ফিনান্স ব্যাঙ্ক নয় ৯% পর্যন্ত সুদ প্রদান করছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর