অপেক্ষার অবসান! কলকাতাবাসীর জন্য দারুণ সুখবর! এবার এই রুটে চালু হচ্ছে মেট্রো

বাংলা হান্ট ডেস্কঃ বাস-অটোর ঝক্কি নয়! আরামে যাতায়াতের জন্য বহু কলকাতাবাসীর প্রথম পছন্দ মেট্রো। তিলোত্তমার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে অনেকেই ভরসা করেন মেট্রোর (New Metro Route) ওপর। এবার সেই মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকেই বড় সুখবর দেওয়া হল। জানানো হল, আরও একটি নতুন রুটে মেট্রো চলাচল শুরু হতে চলেছে।

  • এবার কোন রুটে শুরু হচ্ছে মেট্রো (New Metro Route) চলাচল?

নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট অবধি মেট্রোর চলাচলের জন্য বিগত কয়েক বছর ধরেই কাজ চলছে। বেশ কিছু সমস্যার সম্মুখীনও হতে হয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষকে। এই আবহে বর্তমানে নিউ গড়িয়া টু রুবি মেট্রো পরিষেবা শুরু করা হয়েছে। এমতাবস্থায় বড় সুখবর দেওয়া হল।

মেট্রো রেল কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই নিউ গড়িয়ার অরেঞ্জ লাইনের পরিধি বিস্তার করা হবে। যা নিউ গড়িয়া থেকে শুরু সল্টলেক সেক্টর ফাইভ অবধি হবে। নিত্যদিন বহু মানুষ কাজ কিংবা অন্যান্য দরকারে নিউ গড়িয়া থেকে সল্টলেক যান। সেক্ষেত্রে অনেককেই ভরসা করতে হয় বাসের ওপর। তবে এবার মেট্রো (New Metro Route) পরিষেবা চালু হলে সেই ঝক্কি অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ অপেক্ষার অবসান! অবশেষে বাড়ল রাজ্য সরকারি কর্মীদের DA! হাতে আসবে না বকেয়া

কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, চলতি বছর মার্চ মাসে নিউ গড়িয়া (New Garia) থেকে রুবি অবধি মেট্রো চলাচল শুরু হয়েছে। পরবর্তীতে তার পরিধি বেলেঘাটা অবধি বিস্তার করার আলোচনা হয়েছিল। যদিও অনুমোদন পাওয়া যায়নি। তবে অরেঞ্জ লাইনের পরিধি বিস্তার করার অনুমোদন পাওয়া গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই সেই রুটে মেট্রো চলাচলের কাজও শুরু হয়ে গিয়েছে।

Kolkata Metro new metro route

মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে, এই কাজ সম্পন্ন হতে আরও ২-৩ মাস সময় লাগবে (New Metro Route)। এখনও অবধি মেট্রোপলিটনে ভায়াডাক্টের কাজ বাকি আছে। চিংড়িঘাটাতেও এই কাজ সম্পূর্ণ হয়নি। সেই কারণে নিউ গড়িয়া থেকে সল্টলেক অবধি মেট্রো পরিষেবা চালু করতে আরও বেশ কিছু সময় লাগবে। তবে এই পরিষেবা একবার চালু হয়ে গেলে নিত্যযাত্রীদের যাতায়াতের ঝক্কি অনেকখানি কমে যাবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর