আপাতত স্বস্তি! চাল, ডাল সহ এই ১১টি খুচরো জিনিসে GST লাগবে না জানালেন অর্থমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে অগ্নিমূল্য বাজারদর। কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর আরও চাপল মুদ্রাস্ফীতির বোঝা। দেশে নতুন জিএসটির হার কার্যকর হতেই আরও দামি হয়ে উঠল বহু পণ্যসামগ্রী। তবে, তারই মাঝে বেশ কয়েকটি জিনিস খুচরো কিনলে জিএসটি লাগবেনা বলেই জানা গিয়েছে। আটা, ময়দা, চাল, বেসন সহ ১১ টি জিনিসপত্রের ক্ষেত্রে ছাড় মিলবে। কিন্তু, এখন প্রশ্ন হলো প্যাকেটজাত এবং প্যাকেটহীন এই দুই প্রকারের খাদ্যদ্রব্যের ক্ষেত্রে এই ভিন্ন সিদ্ধান্ত কেন নেওয়া হল।

জানা গিয়েছে, প্যাকেট করা চাল, ডালের উপর ৫ শতাংশ জিএসটি চাপতেই সোমবার থেকেই বিভিন্ন মহলে অসন্তোষ দানা বাঁধতে থাকে‌। এরপরেই মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তরফে প্যাকেটহীন কিছু দ্রব্যের ক্ষেত্রে জিএসটি মকুব করার কথা জানিয়ে দেওয়া হয়। প্যাকেটহীন ডাল, গম, রাই বা সরষে, ওটস, যব, চাল, আটা ও ময়দা, সুজি, বেসন, মুড়ি, দই ও লস্যিকে সেই বিশেষ ছাড়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, “সম্প্রতি জিএসটি কাউন্সিলের ৪৭ তম মিটিং হয়েছে। তাতেই স্থির হয়েছে ডাল, ময়দা ইত্যাদি প্যাকেট করে বিক্রি করা হলে তার উপর জিএসটি ধার্য করা হবে। কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হলেও এ ব্যাপারে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।” নির্মলার কথায়, এমন নয় যে এই সব খাদ্যপণ্যের উপর এই প্রথম কর ধার্য করা হচ্ছে।

পাশাপাশি টুইট করে তিনি আরোও বলেন, প্যাকেট করা খাদ্যশস্যের উপর জিএসটি ধার্য করার বিষয়টি কোনও নির্দিষ্ট ব্যক্তির ইচ্ছের উপর নির্ভরশীল নয়। এই সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের বৈঠকে নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ফলে, সমস্ত প্যাকেট করা খাদ্যপণ্যের উপরই ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে বলেই জানা গিয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর