বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়া প্রায়ই রেশন ডিলারদের বিরুদ্ধেও নানান রকমের অভিযোগ উঠতে দেখা যায়। দুয়ারে রেশন নিয়েও সামনে আসে বহু অভিযোগ। এই আবহে এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার (Government of West Bengal)। বছর শেষের আগেই জারি করা হল নয়া নির্দেশিকা।
দুয়ারে রেশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের (Government of West Bengal)
বিভিন্ন সময়ে রেশন নিয়ে গ্রাহকদের তরফ থেকে নানান অভিযোগ সামনে আসে। ভুয়ো রেশন কার্ড (Ration Card) থেকে ওজনে কারচুপি, অভিযোগের শেষ নেই! বহু সময় শোনা যায়, খাদ্য দফতরের মেশিনে না মেপে দাঁড়িপাল্লায় ওজন করা হচ্ছে রেশন সামগ্রী। কখনও আবার বেশি ওজন দেখিয়ে কম সামগ্রী দেওয়ার অভিযোগ ওঠে। কিছু ক্ষেত্রে ওজন মাপার যন্ত্রের বদলে দাঁড়িপাল্লা, পাথর, ইট ইত্যাদি জিনিসও ব্যবহারের খবর সামনে আসে।
এছাড়া রাজ্য সরকারের (Government of West Bengal) দুয়ারে রেশন নিয়েও মাঝেমধ্যে সামনে আসে নানান অভিযোগ। এই আবহে এবার বড় সিদ্ধান্ত নিল সরকার। দুয়ারে রেশন নিয়ে চলতে থাকা টালবাহানা কাটাতে রাজ্যের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, এবার থেকে প্রত্যেক সপ্তাহে ৪ দিন ডিলারদের দুয়ারে রেশন দিতে হবে।
আরও পড়ুনঃ ‘আমি এখন…’! এবার নতুন পদে চন্দ্রচূড়? রাখঢাক না করে ‘সত্যিটা’ জানালেন প্রাক্তন প্রধান বিচারপতি
খাদ্য দফতরের নির্দেশ, প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবার অবধি দুয়ারে রেশন (Duare Ration) চলবে। সেই সময় সংলগ্ন এলাকার রেশন দোকান তথা ফেয়ার প্রাইস শপ বন্ধ থাকবে। সপ্তাহের বাকি দিনে রেশন দোকান থেকেই খাদ্যসামগ্রী বিলি করা যাবে। এছাড়া সপ্তাহান্ত তথা শনিবার এবং রবিবার রেশন দোকান খোলা রাখতেই হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, রেশন নিয়ে মাঝেমধ্যেই গ্রাহকদের তরফ থেকে নানান অভিযোগ কানে আসে। ওজনে কারচুপি থেকে শুরু করে খাদ্য দফতরের মেশিন ব্যবহার না করা, বিভিন্ন অভিযোগ সামনে আসতে দেখা যায়। এই আবহে এবার দুয়ারে রেশন নিয়ে কড়া নির্দেশিকা জারি করল সরকার (Government of West Bengal)। এর ফলে আমজনতার সুরাহা হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।