বছর শেষের আগেই পোয়া বারো! পেনশন নিয়ে জারি হল নতুন গাইডলাইন, কতটা লাভ হবে?

বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন (Pension) নিয়ে এল দারুণ সুখবর। যারা অবসর গ্রহণ করছেন এবং কেন্দ্রীয় সরকারের থেকে প্রতি মাসে পেনশন পাচ্ছেন তাদের জন্য, বিশেষ করে সুপার সিনিয়ার সিটিজেনদের জন্য রয়েছে দারুণ আপডেট। এবার থেকে অতিরিক্ত পেনশন পেতে চলেছেন কেন্দ্রের সুপার সিনিয়ার সিটিজেনরা।

পেনশন (Pension) নিয়ে কেন্দ্রের নতুন গাইডলাইন

জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবার ৮০ বছর বা তার বেশি বয়সী পেনশন (Pension) ভোগীদের জন্য অতিরিক্ত পেনশনের সুবিধা দিতে চলেছেন। ইতিমধ্যেই এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে সব কেন্দ্রীয় সরকারি কর্মীদেরই জেনে রাখা অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় কর্মীবর্গ এবং জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই পেনশনভোগীদের ‘কমপ্যাশনেট অ্যালাউয়েন্স’ নামে অতিরিক্ত পেনশন দেবে।

কেন্দ্রের নতুন গাইডলাইন

জানা যাচ্ছে, পেনশন (Pension) মন্ত্রক অতিরিক্ত ভাতা দেওয়ার প্রক্রিয়াকে আরও সরল করার লক্ষ্যেই এই নতুন নির্দেশিকা জারি করেছে। কেন্দ্রীয় সরকারি সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য অর্থাৎ ৮০ বছর বয়সীদের পেনশনের জন্য এবার নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

সিসিএস বিধিমালা ২০২১ এর বিধি ৪৪ এর উপবিধি ৬ এর বিধান অনুযায়ী বলা হচ্ছে, ৮০ বছর বয়সী বা তার বেশি বয়স পূর্ণ হওয়ার পর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিধি অনুযায়ী পেনশন ও ‘কমপ্যাশনেট অ্যালাউয়েন্স’ দেওয়া হবে।

আরও পড়ুন: হাতে গোলাপ, এক গাল হাসি! হঠাৎ বৈঠকে কল্যাণ-যোগী, ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

কে কত পেনশন পাবে?

জানা যাচ্ছে ৮০ থেকে ৮৫ বছর বয়সী প্রবীণ নাগরিকরা মূল পেনশনের কুড়ি শতাংশ এবং ৮৫ থেকে ৯০ বছর বয়সী পেনশনভীরা  ৩০ শতাংশ পেনশন পাবেন। এছাড়া ৯০ থেকে ৯৫ বছর বয়সী প্রবীণরা মূল পেনশনের ৪০ শতাংশ এবং ৯৫ থেকে ১০০ বছর বয়সীরা ৫০ শতাংশ মূল পেনশন পাবেন।

8th Pay Commission meeting allegedly postponed Central Government employees Dearness Allowance hike update

এখানেই শেষ নয়, এছাড়াও  ১০০ বছর বা তার বেশি বছর বয়সী সুপার সিনিয়ররাও মূল পেনশনের ১০০ শতাংশ পাওয়ার যোগ্য। যেমন উদাহরণ হিসাবে  বলা যায় কেউ যদি ১৯৪২ সালের ২০ আগস্ট জন্মগ্রহণ করেন তাহলে ওই সমস্ত পেনশন ভোগীরা ২০২২ সালের ১ আগস্ট থেকে মূল পেনশনের ২০ শতাংশ হারে অতিরিক্ত পেনশন পাবেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর