বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাসে (Corona) জর্জরিত গোটা দেশ। আক্রান্তের সংখ্যা বাড়ছে রেকর্ড হারে। থেমে নেই মৃতের সংখ্যাও। এমন উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় একাধিক রাজ্য শরণাপন্ন হল লকডাউন এবং কারফিউয়ের (Curfew)। এবার সেই তালিকায় জুড়ল বাংলার নাম। এরাজ্যে লকডাউন বা নৈশ কারফিউ জারি করা না হলেও, কড়া নিষেধাজ্ঞার (New Guideline) নিরাপত্তা বলয়ের মধ্যে পড়তে চলেছে।
রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল সিনেমাহল, রেস্তোরাঁ, শপিং মল। সময়সীমা বেঁধে দেওয়া হল রাজ্যের সমস্ত বাজার গুলির জন্য। বিয়ে-ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক সব ধরণের অনুষ্ঠান নিষিদ্ধ করা হল গোটা রাজ্যে। এমনকি শিক্ষাক্ষেত্রেও যেখানে জমায়েত হওয়ার আশঙ্কা আছে, তাও নিষিদ্ধ করা হল। প্রয়োজনে আরও কড়া হতে পারে প্রশাসন। বলা যেতে পারে এরাজ্যে জারি হল আংশিক লকডাউন (Partial Lockdown)।
চলুন জেনে নেওয়া যাক – কি কি বন্ধ হচ্ছে ?
● রেস্তোরাঁ, সিনেমা হল, শপিং মল, স্পা, বিউটি পার্লার, বার, জিম, স্পোর্টস কমপ্লেক্স ও সুইমিং পুল বন্ধ হল অনির্দিষ্টকালের জন্য।
● সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, পড়াশোনা বিষয়ক এমন কোনও অনুষ্ঠান যেখানে জমায়েতের আশঙ্কা আছে তা নিষিদ্ধ।
● ভোট গণনার দিন জমায়েত করা যাবে না, বিজয় মিছিল না বলে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে।
● বেঁধে দেওয়া হল বাজারের সময়সীমা। খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা ও বিকেল ৩টে থেকে পাঁচটা।
জানিয়ে দি, এই নিষেধাজ্ঞা অমান্য করলে কড়া আইনি পদক্ষেপের কোথাও বলা হয়েছে নির্দেশিকায়। এর আগে দক্ষিণ দমদমের বাজার গুলি সপ্তাহে তিন দিন – সোম, বুধ, শুক্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার আগে কলকাতার (Kolkata) যে সমস্ত বাজার গুলিতে রাজ্যের সর্বত্র থেকে মানুষের ভিড় জমে তাও নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা হয়েছিল। বলা যেতে পারে, গোটা রাজ্য এখন আংশিক লকডাউনের (Lockdown) পথ অনুসরণ করছে।