‘স্বাস্থ্যসাথী’ নিয়ে এবার কড়া স্বাস্থ্য দপ্তর! চিকিৎসা চলাকালীন রোগীর মৃত্যুতে আর মিলবে না পুরো টাকা

বাংলাহান্ট ডেস্ক : চিকিৎসার মাঝপথে যদি কোন রোগীর মৃত্যু হয় তাহলে নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সাথী বীমার আওতায় সম্পূর্ণ টাকা পাবে না। স্বাস্থ্য দপ্তর এই মর্মে জারি করল সুস্পষ্ট নির্দেশিকা। পাশাপাশি একটি গাইডলাইন প্রকাশ করে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে কোন ক্ষেত্রে কত শতাংশ টাকা দেওয়া হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে অসম্পূর্ণ ও অসফল অপারেশনের ক্ষেত্রে কত টাকা দেওয়া হবে। সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, অপারেশন ফাইনাল হয়ে যাওয়ার পরেও যদি কোন কারনে তা না হয় তাহলে ওই প্যাকেজের সর্বোচ্চ ৩৫% টাকা হাসপাতাল কর্তৃপক্ষ ক্লেম করতে পারবে।

এমনকি অস্ত্রপচারের পর যদি তা সফল না হয় তাহলেও পুরো টাকা দেওয়া হবে না। সেক্ষেত্রে সর্বোচ্চ ৫০ শতাংশ টাকা ক্লেম করা যাবে। যদি এনজিওপ্লাস্টি সফল না হয় তাহলে স্টেন্টের দাম ও প্যাকেজের ৩০ শতাংশ পর্যন্ত টাকা হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করতে পারবে। এক্সরে করার পর যদি দেখা যায় রোগীর কিডনিতে স্টোন রয়েছে, তাহলে ৬০ শতাংশের বেশি টাকা ক্লেম করা যাবে না।

swasthya sathi card

এছাড়াও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা অথবা অস্ত্রোপচারের পরেও যদি চিকিৎসা সম্পন্ন না হয়ে গিয়ে থাকে কিংবা রোগীকে অন্যত্র রেফার করা হয় বা রোগীর মৃত্যু হয় তাহলে বড়জোর হাসপাতাল কর্তৃপক্ষ ২৫ থেকে ৫০ শতাংশ টাকা ক্লেম করতে পারবে। রেফার করার ক্ষেত্রে দ্বিতীয় হাসপাতাল বাকি ৫০ থেকে ৭৫ শতাংশ টাকা ক্লেম করতে পারবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর