ছেড়ে কথা নয় মোটেই, ‘কথা’র জোড়া ভিলেনের পাল্টা দিতে দুর্গার নায়কের এন্ট্রি ‘জগদ্ধাত্রী’তে!

বাংলাহান্ট ডেস্ক : একদিকে যেখানে কিছু সিরিয়াল (Serial) কয়েক মাসের মধ্যেই টিআরপির অভাবে বন্ধ হতে বসেছে, সেখানে বছরের পর বছর ধরে কিছু ধারাবাহিক চলছে দুর্বার গতিতে। আসলে সবটাই গল্পের বাঁধুনি এবং অভিনেতা অভিনেত্রীদের উপরে নির্ভরশীল। দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারলেই বছরের পর বছর ধরে রমরমিয়ে চলে সিরিয়াল (Serial)।

পরপর টুইস্ট আসছে সিরিয়ালে (Serial)

যেকোনো সিরিয়ালের (Serial) প্রতি আকর্ষণ ধরে রাখতে প্রয়োজন হয় টুইস্ট। দর্শকরা যদি আগ্রহই হারিয়ে ফেলে তাহলে আর নম্বর বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই মাঝে মধ্যেই নানান টুইস্ট নিয়ে আসতে থাকেন সিরিয়াল (Serial) নির্মাতারা। যে ধারাবাহিকের প্রতি দর্শকদের আগ্রহ বজায় থাকে, সেই সিরিয়াল গুলিই দীর্ঘদিন ধরে থাকে টিআরপি তালিকায়।

New hero entered in jagadhatri serial

টিআরপি ধরে রাখছে জগদ্ধাত্রীতে: এই মুহূর্তে বেশ কয়েকটি সিরিয়াল (Serial) টিআরপি তালিকায় জায়গা পাচ্ছে নিয়মিত ভাবে। এর মধ্যে জি বাংলার একটি সিরিয়াল আবার বেশ পুরনো। বলা যায়, নতুন সিরিয়াল গুলির মাঝে একটি পুরনো সিরিয়ালই (Serial) এখনো পর্যন্ত সেরা পাঁচের মধ্যে জায়গা বজায় রেখেছে। বলা বাহুল্য, সেটি হল জি বাংলার ‘জগদ্ধাত্রী’। দু বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত সিরিয়ালটি (Serial) এখনো পর্যন্ত দুরন্ত টিআরপি ধরে রেখেছে।

আরো পড়ুন : হাসপাতালের পর এবার স্কুল! ২,০০০ কোটির অনুদানের ঘোষণা আদানির, মন জিতলেন দেশবাসীর

নতুন নায়কের এন্ট্রি: অবশ্য এর জন্য জগদ্ধাত্রীর টানটান গল্পই অন্যতম কারণ বলে মনে করছেন দর্শকদের একাংশ। ইতিমধ্যেই বড়সড় লিপ এসেছে গল্পে। উপরন্তু কিছুদিন আগেই নতুন নায়কের এন্ট্রি হয়েছে সিরিয়ালে (Serial)। কাঁকনের বিপরীতে অভিনয় করছেন সায়ন্ত মোদক। এবার কিছুদিন যেতে না যেতেই আবারো সিরিয়ালে (Serial) যোগ দিলেন নতুন হিরো।

আরো পড়ুন : দুয়ারে দাঁড়িয়ে গ্রীষ্ম! পানীয় জল অপচয় করলেই পকেট হবে ফাঁকা, কড়া “শাস্তি”-র ঘোষণা এই শহরে

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, দুর্গার বিপরীতে কাকে দেখা যাবে নায়ক হিসেবে। এ বিষয়ে একাধিক অভিনেতার নাম উঠে এসেছিল। কিন্তু মুখে কুলুপ এঁটে রেখেছিলেন নির্মাতারা। অবশ্য সাম্প্রতিক পর্বে সামনে এল টুইস্ট। নতুন মুখ হিসেবে এন্ট্রি নিলেন অভিনেতা সায়ন কর্মকার। মনে করা হচ্ছে, দুর্গার বিপরীতেই দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, এর আগে জি বাংলাতেই ‘জীবন সাথী’ সিরিয়ালে দেখা গিয়েছিল সায়নকে। নতুন টুইস্টে টিআরপি আরো বাড়বে বলেই আশা করছেন অনুরাগীরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর