নিন্দুকদের মুখে ছাই দিয়ে হইহই করে ৩ বছর! গল্প এগোতেই নতুন হিরোর “ধামাকা” এন্ট্রি জলসার মেগায়

বাংলাহান্ট ডেস্ক : টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই এখন দেখা যাবে দু রকম দৃশ্য। একদিকে যেমন কয়েক মাস যেতে না যেতেই থেমে যাচ্ছে কিছু সিরিয়ালের (Serial) গল্প। টিআরপির অভাবে মাঝপথেই গল্প শেষ করে দিতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। অন্যদিকে আবার রয়েছে ব্যতিক্রমী চিত্রও। টিআরপি তালিকার নীচে তলিয়ে গিয়েও টিমটিম করে চলছে কিছু ধারাবাহিক (Serial)।

পুরনো হলেও সিরিয়ালের (Serial) চড়া টিআরপি

যেকোনো সিরিয়ালের (Serial) ক্ষেত্রেই দর্শকরা খোঁজেন ভালো, জমাটি গল্প। আর দর্শকদের আগ্রহ, উত্তেজনা বাড়াতে সময়ে সময়ে সিরিয়ালে টুইস্ট আনা জরুরি। সেই চেষ্টা ধারাবাহিক শেষ হওয়া পর্যন্ত করে যায় নির্মাতারা। কিছু কিছু সিরিয়াল (Serial) দীর্ঘদিন পার করেও চলছে রমরমিয়ে। টিআরপি তালিকায় রীতিমতো প্রথম তিনের মধ্যে থাকে সিরিয়াল (Serial)।

New hero entered in this star jalsha serial

ফের লাফ দিয়েছে গল্প: অন্যদিকে আবার এমন সিরিয়ালও (Serial) রয়েছে যেগুলি টিআরপি তালিকায় একেবারে নীচে নেমে গেলেও শেষ হওয়ার নাম নেই। ঠিক ধরেছেন, কথা হচ্ছে স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ব্যাপারে। সদ্য আরো একটি লিপ এসেছে গল্পে। ৯৭৫ পর্ব পেরিয়ে আবারো লিপ নিয়েছে এই সিরিয়াল (Serial)। এক ধাক্কায় ফের কয়েক বছর এগিয়ে গিয়েছে সিরিয়াল। নতুন প্রোমোতে দেখা গিয়েছে, প্রৌঢ় হয়ে গিয়েছে সূর্য দীপা। বড় হয়ে গিয়েছে সোনা রূপা।

আরো পড়ুন : তিন বছরের গল্পে সমাপ্তি, জনপ্রিয় সিরিয়াল শেষে ভেঙে পড়লেন নায়িকা

নতুন হিরোর এন্ট্রি: কারা এলেন নতুন এন্ট্রি হয়ে: এতদিন কিশোরী সোনা রূপার ভূমিকায় দেখা যেত দেবপ্রিয়া বসু এবং সাইনা চট্টোপাধ্যায়কে। কিন্তু সিরিয়ালের (Serial) গল্প এগোতেই বাদ পড়লেন তাঁরা। এবার থেকে বসু এবং সাইনা চট্টোপাধ্যায়কে। কিন্তু সিরিয়ালের (Serial) গল্প এগোতেই বাদ পড়লেন তাঁরা। এবার থেকে সোনার চরিত্রে দেখা যাবে নিশা পোদ্দার এবং রূপার চরিত্রে দেখা যাবে সংহতি বন্দ্যোপাধ্যায়কে। তবে এখানেই শেষ নয়। আরেক নতুন নায়কের এন্ট্রি হয়েছে সিরিয়ালে।

আরো পড়ুন : ১০ লক্ষের উপরে অর্থ, সোনার গয়না! কী কী পেলেন সারেগামাপা চ্যাম্পিয়ন অতনু-দেয়াশিনী?

জানা গিয়েছে, রূপার নায়ক হিসেবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে দেখা যাবে অভিনেতা কুশল ঠাকুরকে। রূপার বড়বেলায় তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতাকে। তবে এই নতুন ট্র্যাকে টিআরপিতে কোনো পরিবর্তন আসে কিনা সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর