দর্শকদের দাবিতে “পুনর্জন্ম”, TRP টানতে নয়া নায়কের এন্ট্রি জি বাংলার জনপ্রিয় সিরিয়ালে

বাংলাহান্ট ডেস্ক : প্রতি সপ্তাহের টিআরপি তালিকায় দারুণ ফলাফল করছে জি বাংলা। বেশ কিছু ধারাবাহিক (Serial) দুর্দান্ত টিআরপি তুলে তালিকার শীর্ষে জায়গা করে নিচ্ছে। কিন্তু ধারাবাহিক লাগাতার প্রতিপক্ষের বিরুদ্ধে স্লট দখল করে রয়েছে। কিছু কিছু সিরিয়াল (Serial) আবার টিআরপি তালিকায় তেমন ভাবে জায়গা না করতে পারলেও দর্শকরা তাদের ঢালাও ভালোবাসা দিচ্ছেন।

শেষের পরেও ফেরানো হয়েছিল সিরিয়াল (Serial)

দর্শকদের হাতে যে একটা বড় ক্ষমতা থাকে তা প্রমাণ হয়েছে বারবার। দর্শকদের দাবি মেনে সিরিয়াল (Serial) নিয়ে নানান সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। এমনি জি বাংলার একটি সিরিয়াল নিয়েও সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন চ্যানেল কর্তৃপক্ষ। দর্শকদের দাবির মুখে পড়ে ধারাবাহিক (Serial) বন্ধের সিদ্ধান্ত বদলান তারা। শেষ শুটিং হয়ে গেলেও আবারো নতুন উদ্যমে নতুন গল্প নিয়ে ফেরে ওই ধারাবাহিক।

New hero may enter in this zee bangla serial

দর্শকদের দাবিতেই ফেরে মেগা: বুঝতেই পারছেন কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক (Serial) ‘পুবের ময়না’র বিষয়ে। দুপুর সাড়ে তিনটের স্লটে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিকটি। টিআরপি তালিকায় তেমন প্রভাব ফেলতে না পারায় মাঝে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সিরিয়ালটিকে (Serial)। হয়ে গিয়েছিল শেষ শুটিংও। কিন্তু দর্শকদের দাবিতেই আবারো ফিরিয়ে আনা হয় ধারাবাহিকটি। এবার ফের বড় বদল আসতে চলেছে সিরিয়ালে (Serial)।

আরো পড়ুন : TRP-তে জি বাংলারই রমরমা, এই একটি “ভুল”এই সর্বনাশ ডেকে আনল স্টার জলসা!

আসছেন নতুন নায়ক: জানা যাচ্ছে, এবার নতুন নায়কের এন্ট্রি হতে চলেছে পুবের ময়নায়। ময়নার নতুন নায়ক হয়ে নাকি সিরিয়ালে (Serial) পা রাখছেন অভিনেতা ঋষভ চক্রবর্তী, যাঁকে এর আগে ‘নিম ফুলের মধু’তে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, ময়নার কলেজের সিনিয়রের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।

আরো পড়ুন : গুরুদক্ষিণার নজির! একই শিক্ষকের কাছে শিখে সারেগামাপা বিজয়ী দেয়াশিনী-অতনু, ফাঁস গুরুর পরিচয়

প্রসঙ্গত, দুই বাংলার এক মিষ্টি প্রেম কাহিনি নিয়ে শুরু হয়েছিল পুবের ময়না। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঐশানী দে এবং গৌরব রায় চৌধুরী। দর্শকরা বেশ পছন্দ করেন এই সিরিয়ালের (Serial) ভিন্ন ধরণের গল্প। আগামীতে নতুন টুইস্ট আসলে দর্শকদের আগ্রহ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর