বাংলাহান্ট ডেস্ক : টিআরপির প্রতিযোগিতায় কড়া টক্কর চলছে জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলের। এ সপ্তাহে এ এগোয় তো পরের সপ্তাহেই আবার হয় পালাবদল। টিআরপির উত্থান পতন লেগেই থাকে। কোনো সিরিয়ালের (Serial) পক্ষেই সবসময় ভালো টিআরপি ধরে রাখা সম্ভব নয়। নম্বরের ওঠানামা চলতেই থাকে। আর তাই ভালো টিআরপি বজায় রাখতে মাঝে মাঝেই টুইস্ট নিয়ে আসেন নির্মাতারা।
টিআরপি তুলতে বড় উদ্যোগ জলসার সিরিয়ালে (Serial)
বিগত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকাটা হেলে রয়েছে জি বাংলার দিকে। স্টার জলসার একাধিক ধারাবাহিক (Serial) পিছিয়ে রয়েছে টিআরপিতে। বিশেষ করে প্রাইম স্লটের মতো গুরুত্বপূর্ণ সময়ের সিরিয়ালগুলি বেশ পেছনে রয়েছে জি বাংলার ধারাবাহিকের থেকে। তাই এবার কার্যত কোমর বেঁধে নেমেছেন সিরিয়াল (Serial) নির্মাতারা।
নতুন নায়িকা আসছেন মেগায়: টিআরপি টানতে অবশ্য কোনো কসুর বাকি রাখছেন না বিভিন্ন সিরিয়ালের (Serial) নির্মাতারা। পা রাখছেন নতুন মুখ, কিছু কিছু ক্ষেত্রে বদল হচ্ছে গল্পের ট্র্যাকও। এবার ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকেও আসতে চলেছে বড় চমক। নম্বর তুলতে এবার নতুন নায়িকা পা রাখছেন সিরিয়ালে (Serial)। আদৃত শুভলক্ষ্মীর জীবনে নতুন করে কী ঝড় তুলবেন তিনি সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকলা।
আরো পড়ুন : বাংলাদেশ বা পাকিস্তান নয়! ভারতের এই প্রতিবেশী দেশে মন্দির নিষিদ্ধ, পুজোপাঠ করলেই হবে জেল
কে হবেন নতুন নায়িকা: যেমনটা জানা গিয়েছে, অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী এন্ট্রি নিতে চলেছেন গৃহপ্রবেশ সিরিয়ালে (Serial)। বর্তমানে দেখা যাচ্ছে, মা হতে চলেছে শুভলক্ষ্মী। কিন্তু আনন্দের মাঝেই হঠাৎ এক দুংসংবাদের মুখোমুখি হয় সে। দুর্ঘটনার মুখে পড়ে আদৃত। তাকে যে ডাক্তার সুস্থ করে তুলবে, সেই চরিত্রেই দেখা যাবে কৌশাম্বীকে। তবে তাঁর চরিত্রটি ইতিবাচক হতে চলেছে নাকি নেতিবাচক তা এখনো স্পষ্ট নয়।
আরো পড়ুন : মাত্র ৫ মাসেই খুন ৩২ জন হিন্দু! ভয়াবহ রিপোর্টের মাঝেই ইউনূস সরকারকে চরম সতর্কবাণী নয়াদিল্লির
প্রসঙ্গত, এই মুহূর্তে জি বাংলার ‘ফুলকি’ সিরিয়ালে (Serial) দেখা যাচ্ছে কৌশাম্বীকে। পারোমিতা চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার তাঁর নতুন সফর নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা। তবে ফুলকি সিরিয়ালে তাঁকে আগের মতো দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।