বাংলা হান্ট ডেস্ক: কলকাতার হিন্দিভাষী পড়ুয়াদের জন্য সুখবর।কিছু দিনের মধ্যেই হাওড়ার দাসনগরে গড়ে উঠতে চলেছে রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়৷
রাজ্যপালের অনুমোদন পাওয়ার অপেক্ষা। তার পর বিশ্ববিদ্যালয়ের কাজ দ্রুত শুরু হবে বলে খবর। সম্ভবত এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে এই কাজ শুরু হতে পারে বলে খবর। বিশ্ববিদ্যালয় নির্মাণে র জন্য প্রয়োজনীয় অর্থের জোগাড় হয়ে গিয়েছে বলে নবান্ন সূত্র থেকে জানা যায়।সূত্র থেকে জানা গিয়েছে, নতুন এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে সমস্ত বিষয়ে পড়াশোনা সুযোগ থাকছে৷ শুধু হিন্দি ভাষী দের জন্যই নয়, বাকিদের জন্যও পড়াশোনার সুযোগ এই বিশ্ব বিদ্যালয়ে আছে বলে খবর।
তবে বিরোধী দলের বক্তব্য, হিন্দি পড়ুয়াদের সুবিধার কথা ভেবে নয়, কেবল রাজনৈতিক কারণে, অর্থাৎ হিন্দি পড়ুয়াদের মন জয় করতেই এই বিশ্ব বিদ্যালয়ের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কারন অনেক ভোটার এই রাজ্যে হিন্দি ভাষী৷ তাদের ভোট কারার উদ্দেশ্যেই এই ব্যবস্থা বলে মনে করছে অনেকে।