বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছর ধরে দেশের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra) একাধিকবার ভারতের নাম উজ্জ্বল করেছেন। তিনি প্রথমে টোকিও অলিম্পিকে জ্যাভলিন প্রতিযোগিতায় স্বর্ণপদক এবং পরে প্যারিস অলিম্পিকে রুপো জিতে ইতিহাস তৈরি করেন। এবার আবারও ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন তিনি।
নীরজ চোপড়ার (Neeraj Chopra) হাত ধরে তৈরি হতে চলেছে নয়া ইতিহাস:
আসলে, নীরজ (Neeraj Chopra) বরাবরই ভারতে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন টুর্নামেন্ট আয়োজনের পক্ষে ছিলেন। এবার তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Athletics Federation of India (AFI) একটি আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতার ঘোষণা করেছে। যেখানে বিশ্বের সেরা দশ জ্যাভলিন নিক্ষেপকারী এতে অংশ নেবেন।
নীরজের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি সম্পন্ন হবে: এই প্রসঙ্গে দীর্ঘ ১২ বছর ধরে AFI-এর সভাপতি থাকা আদিল সুমারিওয়ালা ভারতে আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতা আয়োজনের কথা জানিয়েছেন। তিনি জানান, বিশ্বের সেরা দশ জ্যাভলিন নিক্ষেপকারীকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। যেখানে নীরজ (Neeraj Chopra) চোপড়াও অংশ নেবেন। সবথেকে বড় কথা নীরজ শুধু টুর্নামেন্টে খেলবেন না। বরং, তিনি এই সংগঠনের তত্ত্বাবধানও করবেন। এই আয়োজনের দলে যোগ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: ইউনূসের দাপট এবার শেষ! ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ঐক্যবদ্ধ হওয়ার পথে শেখ হাসিনা-খালেদা জিয়া
জানিয়ে রাখি, AFI JSW এবং বিদেশি সংস্থাগুলির সহযোগিতায় এটি সম্পন্ন করবে। নীরজের (Neeraj Chopra) কারণে জ্যাভলিন নিয়ে ক্রমবর্ধমান উৎসাহের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ইভেন্টের উদ্দেশ্য হল দেশের আরও বেশি সংখ্যক তরুণরা যাতে এই খেলাটি সম্পর্কে জানতে পারে তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে এই খেলাটিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারা। জানিয়ে রাখি যে, বর্তমানে বিশ্বের সেরা জ্যাভলিন নিক্ষেপকারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ডায়মন্ড লিগে বিদেশি টুর্নামেন্টে যেতে হয়।
আরও পড়ুন: ২০২৬-এর ফুটবল বিশ্বকাপে খেলবেন না নেইমার? রাখঢাক না রেখে নিজেই দিলেন বড় প্রতিক্রিয়া
ভারত একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজন করবে: ১২ বছর পর AFI সভাপতি আদিল সুমারিওয়ালার মেয়াদ শেষ হয়েছে। এখন তাঁর স্থানে এসেছেন বাহাদুর সিং সাগু। তিনি ২০০২ এশিয়ান গেমসে শট পুট ইভেন্টে স্বর্ণপদক জয়ী ছিলেন। তাঁর আগমনের পর, AFI এখন জ্যাভলিন ছাড়াও আরও অনেক আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের কথা ভাবছে। তবে, আদিল সুমারিওয়ালাই এটি শুরু করেছিলেন। AFI ২০২৭ সালে বিশ্ব রিলে, ২০২৮ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ এবং ২০২৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার ইচ্ছেপ্রকাশ করেছে। ভারত এই সব ইভেন্টের জন্য বিড করবে।