DA না বাড়লেও ফের নয়া ছুটি, কবে মিলবে? বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

   

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর একের পর এক ছুটি (Government Holiday) পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Workers)। যেমন মিলেছে বাড়তি ছুটি, তেমনই মিলেছে একাধিক উপহারও। লোকসভা ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। বেড়েছে সিভিকদের বেতন, সরকারি কর্মীদের ট্রাভেল ভাতা। অন্যদিকে হোমগার্ডদের অবসরকালীন ভাতাও এক ধাক্কায় দু’লক্ষ টাকা বৃদ্ধি করেছে রাজ্য। এর এই খুশির আবহেই এবার নয়া ছুটির ঘোষণা রাজ্যে।

ফের নয়া ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। তবে কি কারণবশত, কতদিন এই বিশেষ ছুটি দেওয়া হচ্ছে? জানুন বিস্তারিত। বুধবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, প্রতি বছরের মতো এ বছরেও ১ জুলাই রাজ্যে চিকিৎসক দিবস পালিত হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে চিকিৎসক দিবস পালিত হয়ে থাকে।

তাই পয়লা জুলাই সোমবার রাজ্য সরকারের অধীনে যে সমস্ত দফতর রয়েছে, সেখানে অর্ধদিবস ছুটি থাকবে। অর্থাৎ দুপুর ২টো পর্যন্ত অফিস। তারপর রাজ্য সরকারের অধীনের বিভিন্ন দফতরে ছুটি হয়ে যাবে। উল্লেখ্য, গত বছরেও অর্ধদিবস ছুটি দিয়েছিল রাজ্য সরকার।

তবে জানিয়ে রাখা ভালো কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্সেস-এর দফতর এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর দফতর এই ছুটির আওতায় আসবে না। সোমবার পূর্ণ দিবসের জন্যই খোলা থাকবে এই দুই দফতর।

Mamata Banerjee

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মাঝেই ২,৩৪৪ পদে নতুন চাকরি, বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

এর আগে জামাইষষ্ঠীর দিনেও অর্ধদিবসের ছুটি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সরকারী কর্মীরা হাফ অফিস করেই বাড়ি ফিরতে পেরেছিলেন। এবার ফের এক অর্ধদিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। যা নিয়ে যথেষ্টই খুশি সরকারি কর্মীরা। খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর