প্রকাশ‍্যে এলো হাড়হিম করা ” ভূত ” এর ছবি !

Published On:

 

বাংলা hunt ডেস্ক : প্রকাশ‍্যে এলো করন জোহর প্রযোজিত ” ভূত ” ফ্রান্চাইজির প্রথম ছবির পোস্টার।” ভূত : পার্ট ওয়ান – দ‍্য হন্টেড শিপ ” নামের সেই ছবির প্রথম লুকস ইতিমধ্যে উৎসাহ তৈরি করেছে দর্শকদের মধ্যে।

 

ছবিটি পরিচালনা করছেন ভানুপ্রতাপ সিং।অভিনয় করছেন বিকি কৌশল এবং ভূমি পদনেকর।ছবির পোস্টারে মন মজেছে স্বয়ং রাম গোপাল বর্মার।

প্রসঙ্গত, এই একই নামে তিনি ও একটি ছবি পরিচালনা করেছেন ।ছবিটি দেখার জন্য মুখিয়ে আছেন তিনি।ছবি মুক্তি পাবে ১৫ ই নভেম্বর।

X