বাংলা হান্ট ডেস্ক: শীত-গ্রীষ্ম-বর্ষা প্রায় সারা বছরই ঘুরতে যাওয়ার জন্য বাঙালির পছন্দের জায়গা গুলির মধ্যে প্রথমেই উঠে আসে দিঘার (Digha) নাম। কম খরচে সমুদ্র দর্শনের জন্য সকলেই এখন প্রায় সারা বছর ভিড় জমান এই সৈকত শহরে। কিন্তু পর্যটকদের কথা মাথায় রেখে এখন অনেক নতুন নতুন পরিষেবা চালু করা হয়েছে দিঘাতে। সেই সাথে জোরদার করা হয়েছে পর্যটকদের (Tourist) নিরাপত্তা।
তবে সমস্ত নিয়মের ফাঁক-ফোঁকড় দিয়েই মাঝেমধ্যেই প্রতারকদের কাছে প্রতারিত হয়ে থাকেন দীঘায় ঘুরতে যাওয়া পর্যটকরা। বিশেষ করে দিঘায় গিয়ে হোটেল বুকিং করতে গিয়েই পর্যটকরা প্রতারকদের খপ্পরে পড়েন। ইতিপূর্বে বারবার প্রশ্ন উঠেছে দিঘার সার্বিক নিরাপত্তা নিয়ে। এবিষয়ে এক গুচ্ছ অভিযোগ করেছেন খোদ পর্যটকরাই। তবে এবার এই সমস্যার নিরাসনেই অভিনব এক উদ্যোগ নিয়েছে দিঘার হোটেল মালিক অ্যাসোসিয়েশন।
আগেই শুরু হয়েছিল দিঘা হোটেল মালিক অ্যাসোসিয়েশনের তরফে হোটেল বুকিং এজেন্টের সচিত্র পরিচয় পত্র দেওয়ার কাজ। সেই পরিচয় পত্রেই থাকে এজেন্টের নাম-সহ বিস্তারিত বিবরণ। যার ফলে পর্যটকরা এখন দিঘায় গিয়ে হোটেল বুকিংয়ের জন্য কোনও এজেন্টের সঙ্গে যোগাযোগ করলে তাঁর পরিচয়পত্র দেখে নিতে পারেন।
কিন্তু তারপরেও থামেনি প্রতারণা। তাই এতকিছুর পরেও যদি কেউ মনে কেন প্রতারিত হয়েছেন তবে এবার এই সমস্ত প্রতারকদের জব্দ করতেই বিশেষ উদ্যোগ নিয়েছে দিঘার হোটেল মালিক অ্যাসোসিয়েশন। আসলে এবার থেকে অভিযুক্ত ওই এজেন্টের নামে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করার ব্যবস্থা করা হয়েছে। বেনজির এই তৎপরতার জেরে আগামীদিনে পর্যটকরাও ব্যাপক সুবিধা পাবেন বলেই মনে করছে দিঘা হোটেল মালিক অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: তুমুল বৃষ্টি, ধসে গেল এক এক করে আটটি বাড়ি! ফের দুর্যোগ সিকিমে, যাওয়ার আগে সাবধান
এপ্রসঙ্গে দিঘা হোটেল মালিক অ্যাসোসিয়েশনের তরফে বিপ্রকাশ চক্রবর্তী জানিয়েছেন, ‘পর্যটকদের কাছ থেকে এমন অভিযোগ আগেই এসেছিল। এই সমস্যার সমাধানে মাস দু’য়েক আগে থেকেই দিঘায় হোটেল এজেন্টদের সচিত্র পরিচয় পত্র দেওয়ার কাজ শুরু করা হয়।’
প্রসঙ্গত গত কয়েক বছরে দিঘায় পর্যটকদের সংখ্যা বাড়ার সাথে সাথেই পাল্লা দিয়ে বেড়েছে অসামাজিক কাজকর্ম। আর এই সমস্ত অসামাজিক কাজকর্মের জন্যই এই হোটেলগুলিকে ব্যবহার করা হয় বলে অভিযোগ। তাই এই সমস্যার সমাধানেও ‘অতিথি’ নামে একটি পোর্টাল চালু করেছে দিঘার পুলিশ প্রশাসন।