বাংলাহান্ট ডেস্ক : দেশের অন্যতম বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) গ্রাহকদের জন্য রয়েছে বড় খবর। গ্রাহকদের KYC সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংক জানিয়েছে, প্রত্যেক PNB গ্রাহককে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে KYC প্রক্রিয়া।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) গ্রাহকদের জন্য বড় খবর
গ্রাহকের বিশদ পরিচয় যাচাইয়ের জন্য প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠান KYC বা নো ইয়োর কাস্টমার (Know Your Customer) নিয়ে থাকে। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রত্যেক ব্যাংক গ্রাহকের KYC আপডেট করা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময় অন্তর ব্যাংকে KYC আপডেট করা বাধ্যতামূলক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য।
নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও যে Punjab National Bank গ্রাহকরা KYC আপডেট করেননি তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। যারা এখনো KYC আপডেট করেননি তারা ২৩ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত KYC আপডেট করার সুযোগ পাবেন। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি KYC আপডেট না করা হয়, তাহলে বন্ধ হয়ে যেতে পারে অ্যাকাউন্টের যাবতীয় লেনদেন।
আরোও পড়ুন : সঞ্জয়ের ফাঁসি হবেই? সাজা ঘোষণা হতেই হাইকোর্টের দ্বারস্থ রাজ্য! তোলপাড় বাংলা
পূর্ব বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত শেষ সময়সীমা ছিল PNB গ্রাহকদের KYC আপডেট করার। তবে নয়া বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত PNB গ্রাহকরা নিজেদের KYC আপডেট করতে পারবেন। KYC আপডেট করার জন্য গ্রাহকদের পরিচয় প্রমাণ, ঠিকানার প্রমাণ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, PAN/ফর্ম ৬০, আয়ের প্রমাণ, মোবাইল নম্বর বা অন্য কোনো KYC তথ্য জমা দিতে হবে।
KYC আপডেট করার জন্য PNB গ্রাহকদের সমস্ত নথি নিয়ে পৌঁছে যেতে হবে হোম ব্র্যাঞ্চে। এছাড়াও PNB One/Internet Banking Services (IBS) – এর মাধ্যমেও সম্পন্ন করতে পারেন KYC প্রক্রিয়া। আরো বিস্তারিত জানতে পিএনবি গ্রাহকরা যোগাযোগ করতে পারেন স্থানীয় PNB ব্র্যাঞ্চে অথবা ভিজিট করতে পারেন https://www.pnbindia.in-এ।