বাংলাহান্ট ডেস্ক : কলকাতার আকাশে নতুন উড়ান। এবার কলকাতা থেকেই বিমানে (International Flight) সরাসরি পৌঁছানো যাবে থাইল্যান্ডের ফুকেট পর্যন্ত। বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগো (Indigo) প্রতিদিন চালাবে এই বিমান। নতুন বিমান পরিষেবা চালু করায় কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়েছে ইন্ডিগোকে।
কলকাতা থেকেই নতুন বিমানে (International Flight) ফুকেট
নতুন বিমান রুটের সূচনা উপলক্ষে গতকাল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) কাটা হয় কেক। কলকাতা-ফুকেট রুটে ইন্ডিগোর প্রথম উড়ানের ক্রু সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে। ভারত ও থাইল্যান্ডের মধ্যে প্রতি সপ্তাহে ইন্ডিগো চালাবে ৯৩টি সাপ্তাহিক ফ্লাইট। এগুলোর মধ্যে কলকাতা থেকে ১১ টি সাপ্তাহিক বিমান চলাচল করে ব্যাংকক পর্যন্ত।
ইন্ডিগোর বিমান প্রতিদিন পরিষেবা প্রদান করবে কলকাতা-ফুকেট রুটে। ইন্ডিগো জানিয়েছে, নতুন এই রুট ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা, বাণিজ্য ও পর্যটনকে শক্তিশালী করতে সহায়ক হবে। ফ্লাইট 6E 1901, কলকাতা থেকে সোমবার, মঙ্গল ও শুক্রবার ছাড়বে সকাল ৬ টায়। থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে বিমানটি পৌঁছাবে ফুকেটে।
আরোও পড়ুন : এবার লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাবেন আম্বানি! ৩৭৫ কোটি টাকা খরচ করে কিনে ফেললেন এই কোম্পানি
কলকাতা থেকে সকাল ৬.৫০ মিনিটে বুধ ও শনিবার ছাড়বে ইন্ডিগোর এই বিমান। সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটি অবতরণ করবে ফুকেটে। ফিরতি ফ্লাইট 6E 1902 ফুকেট থেকে সোম ও মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে, বুধ ও শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে, শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে ছাড়বে। দুপুর ১২টা ৪০ মিনিটে ফুকেট থেকে ছাড়বে কলকাতাগামী ফ্লাইট 6E 1902।
Exciting news for travelers! ✈️ IndiGo launches its daily flight from #KolkataAirport to the beautiful Phuket, Thailand, meeting the growing demand for travel between India & Southeast Asia. (1/2) pic.twitter.com/02gC4aHMYc
— Kolkata Airport (@aaikolairport) December 27, 2024
ইন্ডিগোর ওয়েবসাইট অনুযায়ী, ১ জানুয়ারি কলকাতা (Kolkata) থেকে ফুকেটের (Phuket) ফ্লাইটের (International Flight) ভাড়া ৮৩৯২ টাকা। ৩ এবং ৪ জানুয়ারি (শুক্র ও শনি) ফ্লাইট ভাড়া পড়ছে ১২ হাজার ৮৮৬ টাকা। ফিরতি রুটে উল্লেখিত তারিখগুলিতে বিমান ভাড়া পড়বে যথাক্রমে ৮৮২২ থাই ভাট, ১০ হাজার ৪২৭ থাই ভাট ও ৯৩২৭ থাই ভাট।