ধামাকা অফার! এবার মাত্র ৫০ পয়সায় মিলবে ১ জিবি ডেটা, সোনায় সোহাগা জিও গ্রাহকদের

বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেলিকম বাজারে জিও এক অপ্রতিরোধ্য নাম। ফোরজি পরিষেবা থেকে শুরু করা jio বর্তমানে 5G পরিষেবা ও এয়ার ফাইবার পরিষেবা দিয়ে থাকে। যতদিন গেছে ততই জিওর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio)।

এবার দুটি ডেটা বুস্টার প্যাক নিয়ে হাজির হয়েছে জিও যাতে পাওয়া যাবে ৫০০ জিবি পর্যন্ত ডেটার সুবিধা। প্রিপেইড ও পোস্টপেইড দুই প্রকার গ্রাহকদের জন্যই রিলায়েন্স জিও এই রিচার্জ প্যাক নিয়ে এসেছে। অ্যাড অন প্যাক হিসাবেও গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেন। নতুন দুটি ডেটা প্যাক নিয়ে আসা হয়েছে রিলায়েন্স জিওর পক্ষ থেকে।

আরোও পড়ুন: নির্বাচনের আগে ‘পৃথক দেশ’-এর দাবি INDIA জোটের! কংগ্রেস নেতার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক

এই দুটি প্যাকে গ্রাহকরা ৫০০ জিবি পর্যন্ত ইন্টারনেটের সুবিধা পাবেন। মোবাইল পরিষেবার পাশাপাশি রিলায়েন্স জিও বর্তমানে একাধিক সার্কেলে চালু করেছে তাদের ব্রডব্যান্ড পরিষেবা। একই সাথে রিলায়েন্স জিও ফোর-জির পাশাপাশি লঞ্চ করেছে ফাইভ-জি পরিষেবা। জিওর পক্ষ থেকে এই ডেটা বুস্টার প্ল্যানগুলো নিয়ে আসা হয়েছে ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য।

আরোও পড়ুন : গরম বিরিয়ানি বিলি শুরু হতেই একি কাণ্ড! ফাঁকা হয়ে তৃণমূলের সভা, রাগে সভাস্থল ছাড়লেন চন্দ্রিমা

এই ডেটা বুস্টার প্ল্যান JioAirFiber-এর জন্য নিয়ে আসা হয়েছে। এই প্ল্যানে মাত্র ৫০ পয়সা খরচ করলে গ্রাহকরা পেয়ে যাবেন এক জিবি ডেটার সুবিধা। চলমান প্যাক অর্থাৎ এক্সিস্টিং প্ল্যানের সাথেই কাজ করবে এই ডেটা বুস্টার প্ল্যান। যাদের অতিরিক্ত ডেটার প্রয়োজন হয় তাদের জন্য এই প্ল্যান দুটি অত্যন্ত সহায়ক হবে।

reliance jio

101 টাকা + GST সহ Jio AirFiber ব্রডব্যান্ডের একটি প্ল্যান নিয়ে আসা হয়েছে যাতে পাওয়া যাবে মোট ১০০ জিবির ইন্টারনেটের সুবিধা। বর্তমান প্ল্যানের বৈধতার সাথে এই প্ল্যান যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই প্ল্যানের বৈধতা আপনার এক্সিস্টিং প্ল্যানের বৈধতার সমান হবে। তবে এই প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন না ভয়েস কলের সুবিধা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর