কম খরচে সিকিম-দার্জিলিং ভ্রমণের দুর্দান্ত সুযোগ, ধামাকা প্যাকেজ আনল IRCTC

বাংলাহান্ট ডেস্ক : উত্তর সিকিমে বিপর্যয়ের কথা সবারই জানা। এই বিপর্যয়ের ফলে পর্যটকদের জন্য এক প্রকার সিকিমের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। দার্জিলিং-গ্যাংটক আবার সরাসরি যুক্ত সিকিমের পর্যটনের সাথে। তাই সিকিমের বিপর্যয়ের রেশ উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্রেও পড়েছিল। গত পুজোয় অনেক পর্যটক বাধ্য হয়ে সিকিম ভ্রমণ বাতিল করেন।

তবে পর্যটকদের জন্য চলতি বছর থেকে খুলে গেছে সিকিমের দরজা। সিকিম-দার্জিলিং-এর পর্যটন ক্ষেত্রকে ফের ত্বরান্বিত করতে উদ্যোগ নিচ্ছে আইআরসিটিসি। উত্তরবঙ্গের এই পর্যটনস্থলগুলির জন্য ৯টি ট্যুর প্যাকেজ মাসখানেকের মধ্যে চালু করতে পারে আইআরসিটিসি। আইআরসিটিসির ‘গ্রিন সিকিম’ এয়ার প্যাকেজ বেশ আকর্ষণীয়।

আরোও পড়ুন : প্রকাশ্যে এল ‘ও অভাগী’র দ্বিতীয় পোস্টার! পর্দায় মিথিলা-অনির্বাণ ম্যাজিক দেখতে উৎসুক সিনেপ্রেমীরা

এই এয়ার প্যাকেজে পাঁচ রাত-ছ’দিনের গ্যাংটক, পেলিং, শিলিগুড়ি ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা। আইআরসিটিসির কথায়, বাঙালিদের কাছে বরাবর খুব প্রিয় জায়গা সিকিম। পাহাড় ভ্রমণ মানেই অধিকাংশ বাঙালি বেছে নেন দার্জিলিং কিংবা সিকিম। এই পাহাড়টি অঞ্চলগুলিতে পর্যটন বাড়লে উত্তরবঙ্গের পর্যটনক্ষেত্রও সমৃদ্ধ হবে। ব্যবসায়ীরা মুখ দেখবেন লাভের। 

আরোও পড়ুন : ‘রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিলেন অর্জুন’, পদ্মে ফেরার জল্পনা উস্কে বিরাট দাবি শুভেন্দুর

কোন কোন ধরনের প্যাকেজ থাকছে?

বেশ কিছু ভিন্ন ক্যাটাগরির সিকিম ভ্রমণ প্যাকেজ এনেছে আইআরসিটিসি। ১৭ হাজার ৮৫০ টাকা খরচ করলে আপনারা পাবেন  ‘সিকিম সিলভার’ ট্যুর প্যাকেজ। পাঁচ রাত ছ’দিনের ট্যুরে দার্জিলিং, গ্যাংটক এবং কালিম্পং ভ্রমণ করানো হবে ।

দার্জিলিং, গ্যাংটক, কালিম্পংয়ের সাথে পেলিং ভ্রমণের সুযোগ থাকবে ‘সিকিম প্ল্যাটিনাম’ ট্যুর প্যাকেজে। সাত রাত, আট দিনের এই প্যাকেজে খরচ হবে ২৩ হাজার ৪০০ টাকা।

Once the train ticket is confirmed, then pay, IRCTC's great service starts

গ্যাংটক ও গ্যাংটকের বিভিন্ন অফবিট জায়গা ভ্রমণ করানো হবে  ‘সিকিম গোল্ড’ ট্যুর প্যাকেজে। পাঁচ রাত ছ’দিনের এই প্যাকেজের মূল্য ১৯ হাজার টাকা থেকে শুরু।

দার্জিলিং, গ্যাংটক, পেলিং ঘোরানো হবে ‘সিকিম ডায়মন্ড’ ট্যুর প্যাকেজে। ছ’রাত সাত দিনের এই প্যাকেজের খরচ শুরু ১৯ হাজার টাকা থেকে।

এছাড়াও আছে সিকিম-দার্জিলিং ট্যুর প্যাকেজও। দার্জিলিং এবং গ্যাংটক ঘোরানো হবে পাঁচ রাত ছ’দিনের এই প্যাকেজে। এই প্যাকেজের খরচ শুরু মাথাপিছু ৪৭ হাজার ১০০ টাকা থেকে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর