এক্কেবারে ফ্রি! কোন পয়সা খরচ না করেই পেয়ে যান Amazon Prime সাবস্ক্রিপশন, দুর্দান্ত অফার Jio’র

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন টেলিকম সংস্থাগুলি একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। নিজেদের গ্রাহক ধরে রাখতে আর সেই সঙ্গে সঙ্গে আরো বেশি সংখ্যক গ্রাহককে নিজেদের সংস্থায় টানতে হামেশাই লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন প্ল্যান। এই প্ল্যানে নতুন নতুন অফারের সঙ্গে যুক্ত করা হচ্ছে ওটিটি পরিষেবা।

ইতিমধ্যেই বেশ কয়েকটি টেলিকম সংস্থা তাদের বিভিন্ন প্ল্যানে ফ্রি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দিচ্ছে। সম্প্রতি জনপ্রিয় কোম্পানি রিলায়েন্স জিও নিয়ে এসেছে তেমনই একটি অফার। রিলায়েন্স জিও নিয়ে এসেছে নতুন একটি বার্ষিক প্ল্যান, যেখানে বিনামূল্যে পাওয়া যাচ্ছে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন। ফলে, আমজনতার দুর্দান্ত লাভ হচ্ছে।

আরোও পড়ুন : পুজোর আবহে সুসংবাদ! এবার হাওড়া-শিয়ালদহ থেকে চলবে অতিরিক্ত ট্রেন, নয়া আপডেট রেলের

জানা গিয়েছে, ৩৬৫ দিনের জন্য বৈধ রিলায়েন্স জিওর এই প্রিপেইড প্ল্যানটির মূল্য ৩২২৭ টাকা। প্রতিদিন ২ জিবি করে ডেটা থাকার পাশাপাশি অন্যান্য প্ল্যানের মতো গ্রাহকরা এতে সীমাহীন ভয়েস কল এবং প্রতিদিন ১০০টি SMS এবং JioCloud, JioTV এবং বিনামূল্যে JioCinema-এর অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়াও থাকছে, অ্যামাজন প্রাইম ভিডিওর মোবাইল সংস্করণের অ্যাক্সেস।

jio recharge plan

পাশাপাশি যারা Sony Liv, Zee5 এবং Disney+Hotstar-এর মেম্বারশিপে আগ্রহী, তাঁরা যথাক্রমে ৩২২৬ টাকা, ৩২২৫ টাকা এবং ৩১৭৮ টাকা প্ল্যানগুলি দেখতে পারেন। এই প্ল্যানগুলি নতুন প্রাইম ভিডিও মোবাইল এডিশনের সুবিধা প্রদান করে ৷ কেউ যদি Zee5 এবং Sony Liv উভয় ওটিটির কনটেন্ট দেখতে চান, তাহলে ৩৬৬২ টাকার প্ল্যান নিতে পারেন।

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X