বাংলা হান্ট ডেস্ক: দেশে গরুর সংখ্যা বাড়ানোর জন্য কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী গিরিরাজ সিং ‘সেক্স–সর্টেড সিমেন’ পদ্ধতি নিয়ে আসার জন্য প্রস্তাব পেশ হল কেন্দ্র সরকারের কাছে।
এটি এমনি একটি পদ্ধতি যার মধ্য দিয়ে বেশি সংখ্যক মেয়ে বাছুর জন্মাবে এবং তাতে কৃষকের আয় বাড়বে উদ্দেশ্য এটাই।ইতিমধ্যেই প্রাথমিকভাবে এই পদ্ধতি প্রয়োগের ফলে ৫৮১টি বাছুরের মধ্যে ৫২২টি মেয়ে বাছুর জন্মেছে।
প্রসঙ্গত নাগপুরে মাদার ডেয়ারির এক অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আগামী দিনগুলিতে এই বিশেষ প্রজনন পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র মেয়ে বাছুরের জন্ম হবে।’ চলতি বছরের মার্চ মাসে দেশের মধ্যে প্রথম উত্তরাখণ্ডেই এই ‘সেক্স–সর্টেজ সিমেন’ পদ্ধতি গরুদের ওপর প্রয়োগ করা হয়। যার ফলে ৯০ শতাংশ মেয়ে বাছুর জন্ম নেয়। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে যোগী আদিত্যনাথের সরকার ‘সেক্স–সর্টেড সিমেন’ পদ্ধতি ব্যবহার করে রাজ্যে শুধু মেয়ে বাছুরের জন্ম দেওয়া হবে বলে জানানো হয়েছে।