কারচুপি রুখতে নতুন আইন আনছে পুরসভা? যা বললেন ফিরহাদ হাকিম …

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে একাধিক সরকারি প্রকল্পে রয়েছে দুর্নীতির অভিযোগ। আবাসন থেকে ফ্লাট বাড়ি তৈরি প্রতিটি ক্ষেত্রেই পৌরসভার (Kolkata Municipal Corporation) কাছ থেকে অনুমোদন পাওয়ার পর সেই নির্মিত ভবনকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয় ব্যবসা করার জন্য সেই বাড়ি ভাড়া পর্যন্ত দেওয়া হচ্ছে। সম্প্রতি টক টু মের অনুষ্ঠানে ফিরহাদ হাকিমকে এমনই বেশ কিছু অভিযোগের কথা জানিয়েছেন এক ব্যক্তি।

নতুন আইন আনছে পুরসভা (Kolkata Municipal Corporation)

সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কলকাতা পৌরসভা (Kolkata Municipal Corporation) বেশ কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিতে বলেছেন ফিরহাদ। অভিযোগ কলকাতার বেশ কিছু এলাকায় বিশেষ করে খিদিরপুর ফ্যান্সি মার্কেট, চাঁদনী,বউবাজার,বড়বাজারের মত এলাকার অনেকেই পুরসভা থেকে আবাসন নির্মাণের জন্য প্ল্যান পাশ করার জন্য সেই ভবন বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন।

ইতিমধ্যেই মেয়র জানিয়েছেন বিল্ডিং বিভাগ এবং সার্ভেয়ার বিভাগকে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। সমীক্ষা করার পর এই ধরনের প্রবণতা রুখতে আইন আনা যায় কিনা সে বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। আসলে বাণিজ্যিক বাড়ি আর আবাসন তৈরি উভয়ের ক্ষেত্রে রাজস্ব আলাদা রয়েছে।

আরও পড়ুন: ‘সরকারের রোষানলে পড়ার ভয়ে …’ মনমোহন সিং-এর প্রয়াণ নিয়ে সেলেবদের বিঁধলেন অভিষেক

তাই এই ভবনগুলি বাণিজ্যিকভাবে ব্যবহার করায়  সেক্ষেত্রে পৌরসভার (Kolkata Municipal Corporation) রাজস্বের প্রচুর ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। শুক্রবার ওই অভিযোগকারী ব্যক্তি মেয়রকে চাঁদনী এবং ফ্যান্সি মার্কেটের বেশ কিছু বিল্ডিং-এর ঠিকানা দিয়েছিলেন।

Firhad Hakim

অভিযোগ, সেখানে বেআইনিভাবে ভবনগুলোকে বাণিজ্যিক হিসাবে ব্যবহার করা হচ্ছে। এরপর মেয়র বিল্ডিং এবং সার্ভেয়ার বিভাগকে সেখানে সমীক্ষা করার নির্দেশ দেন। অভিযোগ স্বীকার করে নিয়ে এদিন মেয়র জানিয়েছেন বেশ কিছু আবাসনকে বাণিজ্যিকভাবে ব্যবহার করার ফলে কলকাতা পৌরসভার রাজস্বের একটা বিরাট ক্ষতি হচ্ছে। তাই এর জন্য নতুন আইনের ভাবনা চিন্তা করা হচ্ছে। সেই সাথে তিনি জানিয়েছেন আবাসনে ছোট ছোট ব্যবসা করা যায় ঠিকই তবে সেক্ষেত্রের দমকল-এর কিছু নিয়ম রয়েছে, সমস্ত নিয়ম মেনেই ওই সমস্ত আবাসন বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর