বড় বদল রাজ্য সরকারি কর্মীদের ছুটিতে! এই নিয়ম না জানলে এবার পাবেন হাফ বেতন

বাংলাহান্ট ডেস্ক : প্রতিবছরই প্রায় পরিবর্তিত হয় রাজ্য সরকারি কর্মীদের ছুটি নেওয়ার ব্যবস্থা। বিগত বেশ কিছু বছর ধরে অর্ধ বেতন ছুটির ব্যবস্থা চলে আসছে এই রাজ্যে।কর্মচারীরা বিশেষ উৎসব ছাড়াও ছুটি পেয়ে থাকেন ক্যাজুয়াল লিভ, নিজস্ব ছুটি ইত্যাদির জন্য। অর্ধ বেতন ছুটির ব্যবস্থাও কিন্তু রয়েছে একই সাথে। আজকের প্রতিবেদনে ছুটি নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে।

ব্যক্তিগত কারণ বা শারীরিক অসুস্থতার জন্য কর্মচারী ছুটির আবেদন করতে পারেন। একজন কর্মচারীর এক বছর মেয়াদ পূর্ণ হলে তিনি আবেদন করতে পারেন ২০ দিনের অর্ধ বেতন ছুটির জন্য। বছরে দুই বারে বিভক্ত হবে এই ছুটি। যদিও এই বিষয়ে রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করে নি। কিন্তু ক্যাজুয়াল লিভ এর মধ্যে পড়ে ন।

আরোও পড়ুন : অর্থ সংকটে মিলছে না বিমান জ্বালানি! পাকিস্তানে বাতিল একের পর এক উড়ান

এটি বাদে আপনি যেকোনো ছুটি অর্ধ বেতন ছুটির মাধ্যমে নিতে পারেন। যদি কোন সরকারি কর্মচারীর হঠাৎ ছুটির প্রয়োজন হয় সে ক্যাজুয়াল লিভ নিতে পারে। এক বছরে ১৪টি ক্যাজুয়ালি নেওয়া যেতে পারে কিন্তু টানা ৫ দিনের বেশি নেওয়া যাবে না। ধরুন আপনি সোমবার ছুটি নিলেন আপনাকে যেকোনোভাবে শনিবার অফিসে জয়েন করতেই হবে।

images 1533565925763 government employees 1

ক্যাজুয়াল লিভ নেওয়া সময় তার মাঝে যদি সাপ্তাহিক ছুটি বা অন্য কোন ছুটি পড়ে তাহলে সেটা ধরা হয় না। কোন ব্যক্তি যদি শুক্রবার ছুটি নিয়ে মঙ্গলবার জয়েন করে, তাহলে তার শুধুমাত্র শুক্র, শনি এবং সোমবারের ছুটিই ধরা হবে। কিন্তু অন্য কোন ছুটির ক্ষেত্রে সেটা হবে না, বরং টানা ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি কিংবা সরকারী ছুটি পড়লে সেটাও গণনা করা হবে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর