বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে ভারতীয়দের ভরসার প্রতীক হয়ে উঠেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি। যারা ভবিষ্যতের পরিকল্পনা করে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য এলআইসি নিয়ে এল সিঙ্গেল প্রিমিয়াম পেনশন প্ল্যান (LIC Pension Scheme)। এলআইসির স্মার্ট পেনশন প্ল্যানে বিনিয়োগ করে সুরক্ষিত করতে পারেন আপনার অবসরকালীন জীবন। আজকের প্রতিবেদনে এক ঝলকে দেখে নেব স্মার্ট পেনশন প্ল্যানের বিস্তারিত।
স্মার্ট পেনশন প্ল্যানে (LIC Pension Scheme) সুরক্ষিত করুন আপনার ভবিষ্যৎ :
নূন্যতম ১ লক্ষ টাকার প্রিমিয়াম দিয়ে শুরু করতে পারেন স্মার্ট পেনশন প্ল্যান। সিঙ্গেল লাইফ এবং জয়েন্ট লাইফ উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করা যায় এই প্ল্যানে। যৌথ বা জয়েন্ট জীবন পরিকল্পনার অধীনে পেনশনের সুবিধা পাবেন স্বামী ও স্ত্রী উভয়ই। দুজন অ্যাকাউন্ট হোল্ডারের মধ্যে একজনের মৃত্যু হলে অপরজন পাবেন পেনশনের সুবিধা।
আরোও পড়ুন : মাত্র ৬ হাজার বেতনি কন্ট্রাকচুয়াল নার্স! কি হচ্ছে রাজ্যে? তীব্র ভর্ৎসনা প্রধান বিচারপতির
এলআইসির স্মার্ট পেনশন (LIC Smart Pension Plan) পরিকল্পনার সুবিধা:
• এককালীন বিনিয়োগ করে সারা জীবন পেনশনের সুবিধা।
• সিঙ্গেল ও জয়েন্ট দুইভাবেই অ্যাকাউন্ট খোলা যাবে এই প্রকল্পে।
• নিরাপত্তা কভারেজ পাবেন নমিনি করা ব্যক্তি।
• সর্বনিম্ন ১ লক্ষ টাকা থেকে প্রিমিয়াম দেওয়ার সুবিধা।
আরোও পড়ুন : লক্ষ্মীলাভ রাজ্যের! ৭৪০০ কোটি টাকা দিল কেন্দ্র! লাভ হবে আমজনতার?
আর্থিক পরিষেবা সচিব এম নাগারাজু এবং এলআইসির সিইও সিদ্ধার্থ মোহান্তি সূচনা করেন এলআইসি স্মার্ট পেনশন প্ল্যানের। প্রবীণ নাগরিকদের নিয়মিত আর্থিক সুরক্ষার বিষয়টি বিবেচনা করে এলআইসি (Life Insurance Corporation of India) নিয়ে এসেছে এই প্ল্যান। নূন্যতম ১৮ বছর বয়সী ব্যক্তিরা বেছে নিতে পারেন স্মার্ট পেনশন প্ল্যান। বার্ষিক প্রিমিয়ামের উপর ক্যালকুলেট করে সর্বোচ্চ ৬৫ থেকে ১০০ বছর বয়সী ব্যক্তিরাও প্রবেশ করতে পারেন স্মার্ট পেনশন প্ল্যানে।
অফলাইনে এলআইসি (LIC) এজেন্ট, মধ্যস্থতাকারী, বিক্রয়-ব্যক্তি-জীবন বীমা (POSP-LI) এবং সাধারণ পাবলিক সার্ভিস সেন্টার (CPSC-SPV)-এর মাধ্যমে কেনা যেতে পারে এলআইসির স্মার্ট পেনশন প্ল্যান। পাশাপাশি অনলাইনে www.licindia.in ওয়েবসাইট থেকে সরাসরি নাম লেখাতে পারেন এই প্ল্যানে। এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিজিট করুন এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে।