বাংলাহান্ট ডেস্কঃ বাংলার রেশন (Ration) ডিলারদের জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। নতুন লাইসেন্স করা থেকে শুরু করে রেশন নবীকরণের সময়- সবকিছুতেই দেখা গেল বেশ কিছুটা বদল। সঙ্গে দিলেন সতর্কবাণীও।
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডরেশনের রাজ্য সম্মেলনে অংশ গ্রহণ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ‘রেশন ডিলারদের লাইসেন্স (Ration License) রিনিউ করা বা নবীকরণের সময় ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হল। পাশাপাশি নতুন লাইসেন্স করার ক্ষেত্রে আগে লাগত ৫ লক্ষ টাকা। কিন্তু না, এখন লাগবে মাত্র ২ লক্ষ টাকা। আবার কর্মরত অবস্থায় কোন রেশন দোকানের ডিলারের যদি মৃত্যু ঘটে, তাহলে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আয়ত্তায় সেই ডিলারের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে’।
করোনাকালে রেশন ডিলারদের কাজ দেখে অভিভূত মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘করোনা আবহের সময় আমি নিজে অনেক রেশন দোকানে ঘুরে ঘুরে আপনাদের কাজ দেখেছি। আপনারা অনেক ভালো কাজ করেছেন। তবে দুর্নীতির বিষয়ে বলব- অনেক সময় এমনটা হয় যে, হয়ত ১০০ জনের মধ্যে ৫ জন উপভোক্তা কোন কারণে রেশন নিলেন না। তখন তাঁর নামও নথিভুক্ত হয়ে যাচ্ছে, আর সেই রেশনটা গিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। সেই বিষয়টার দিকে ভালো করে নজর দিতে হবে’।