এবার WhatsApp-এও বুক করা যাবে রান্নার গ্যাস, বদল হল আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম; জেনে নিন এক ক্লিকে

এই মুহুর্তে আমরা ইন্টারনেটের যুগে বাস করছি। সবজি থেকে শুরু করে খাবার দাবার, পোশাক সবই কেনা যায় মোবাইলের এক ক্লিকেই। এবার যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে বুকিং করা যাবে রান্নার গ্যাসও।  আপনার রেজিস্টার হওয়া মোবাইল নম্বর থেকে সংশ্লিষ্ট কোম্পানির হোয়াটসঅ্যাপ নম্বরে রিফিল লিখে পাঠালেই হয়ে যাবে গ্যাসের বুকিং। এছাড়াও রান্নার গ্যাস সংক্রান্ত আরো তথ্যাদিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানা যাবে।

24SEPTDHR01 LPG25THINDANE.jpg

পাশাপাশি,  নভেম্বর মাসের প্রথম দিন থেকেই বদলে যাচ্ছে রান্নার গ্যাস (LPG) বুকিং করার নিয়ম। আগের মতো ফোনে বুকিং করা গেলেও এবার বুকিং এর ক্ষেত্রে বেশ কিছু কড়া নিয়ম আনছে সংস্থাগুলি। রান্নার গ্যাসে কালোবাজারি রুখতে এই নিয়ম আনা হচ্ছে বলেই জানানো হয়েছে। আসুন জেনে নি নতুন নিয়ম

857903 lpg cylinder

এবার থেকে রান্নার গ্যাস বুকিং এর সময় আপনার ফোন নম্বরে একটি বিশেষ কোড আসবে। এই বিশেষ কোড বা DAC ডেলিভারি বয়কে দেখালে তবেই আপনাকে গ্যাস ডেলিভারি দেওয়া হবে৷ এই কোড না জানাতে পারলে আপনি গ্যাসের ডেলিভারি পাবেন না।

indane 14 2 kg subsidised domestic lpg cylinder

আপাতত দেশের ১০০ টি শহরে চালু হচ্ছে এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। আপনার মোবাইল নম্বর নথিভুক্ত না থাকলে ডেলিভারি বয়ের কাছে থাকা বিশেষ অ্যাপের দ্বারা এই কোডটি জানা যাবে। ধীরে ধীরে সারা দেশেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম।

প্রসঙ্গত জানিয়ে রাখি, যাদের বিস্তারিত বিবরণ গ্যাস সরবরাহকারী কোম্পানির কাছে আপডেট করা নেই তারা গ্যাসের ডেলিভারিতে সমস্যায় পড়বেন। যদিও বাণিজ্যিক গ্যাসের জন্য এই পদ্ধতি কার্যকর করা হবে না।

 

 


সম্পর্কিত খবর