এবার সমপ্রেমের জোয়ারে মিলে গেল ভারত-পাক!জুটি দেখে হইচই নেটমহল

Published On:

বাংলা হান্ট ডেস্ক : দেশ ধর্মের বেড়াজালে আজও ভালোবাসা আটকায় না।তাই আবার প্রমাণ করল
বিয়াঙ্কা ইন্দো-কলোম্বিয়ান খ্রিস্টান আর সাইমা পাকিস্তানি।তবে বর্তমানে দুজনেই আমেরিকার বাসিন্দা।

প্রসঙ্গত জানা যায় আমেরিকাতেই একটি অনুষ্ঠানে তাঁদের আলাপ।সেখান থেকেই শুরু বন্ধুত্ব-প্রেমের।এরপর যখন দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলেন যেন দুজনই তাঁদের দেশীয় ঐতিহ্য বজায় রেখেই অনুষ্ঠান করবেন। সেই মতো শুরু হয় প্রস্তুতি। মেহেন্দি থেকে রিসেপশন সবেতেই ছিল সেই ছোঁয়া।

মেহেন্দির দিন বিয়াঙ্কা-সাইমা বেছে নিয়েছিলেন গোলাপি রং। বিয়াঙ্কার পরনে ছিল গোলাপি লেহঙ্গা, সাইমা পরেছিলেন অফ-হোয়াইট কুর্তা পাজামা সঙ্গে গোলাপি ব্রোকেডের জ্যাকেট। বিয়ের দিন শুধুমাত্র আংটি বদল ছাড়া অন্য কোনও আরম্ভরিক অনুষ্ঠান হয়নি বিশেষ।এই সমপ্রেমী দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে নেটমহলের। অনেক শুভেচ্ছা তাদের আগামী দিনে চলার পথে।

X