বিয়ের অনুষ্ঠানের বদলে রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ উৎসব, সকলের প্রশংসা কুড়োলেন নবদম্পতি

বাংলা হান্ট ডেস্কঃ বিবাহের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কে না চায়। ভারতীয় রীতি অনুযায়ী এই তিনটে দিনের জন্য কত কতদিন ধরে চলে প্রস্তুতি। নিজেদের এই মুহূর্তকে স্মরণীয় করতে কেউ বিশ্বের অন্য কোন দেশে, কেউ আকাশে, এমন কি কেউ জলের তলায় পর্যন্ত বিবাহ সম্পন্ন করেছেন। কিন্তু এবার দেখা গেল একটি অসাধারণ ঘটনা। আগামী দিনে যা হয়তো অনেকের জন্য স্থাপন করবে দৃষ্টান্ত।

ঘটনাটি ঘটেছে মালদার গাজোল এলাকায়। এই মুহূর্তে করোনার জন্য বিবাহ অনুষ্ঠানে কেবল ৫০ জন অতিথিকেই ছাড়পত্র দিয়েছে সরকার। কিন্তু বিশাল লোক সমাগম, বিচিত্র ভোজ ছাড়াও যে নিজেদের বিবাহের মুহূর্ত স্মরণীয় করে রাখার আরও অনেক উপায় রয়েছে তা আরেকবার প্রমান করে দিলেন এই নব দম্পতি। গত ১৪ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালদহের বাসিন্দা প্রমথ এবং সুমি। সেই অনুযায়ী আজ ছিল তাদের বৌভাত।

আর সেই বৌভাতের দিন এক অভিনব উদ্যোগ নিলেন এই নব দম্পতি। এদিন মালদার গাজোল ব্লকের আহোড়ার দুর্গাপুরের বাড়িতে আয়োজন করা হলো রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ মহোৎসব। রক্তদান শিবিরে প্রথম রক্ত দান করেন পাত্র প্রমথই। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত আরও ২২ জন এদিন এই শিবিরে রক্তদান করেন। শুধু রক্ত দান নয় ক্রমশ সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী থেকে। তাই নিজেদের নতুন জীবন শুরুর মুহূর্তে বেশ কয়েকটি চারাগাছ রোপন করলেন এই নব দম্পতি।

ঘটনা ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো প্রশংসা কুড়াচ্ছেন এই নব দম্পতি। সমস্ত করোনা বিধি মেনে শুধু যে তারা বিবাহ সম্পন্ন করলেন তাই নয় সমাজের কাছে পৌঁছে দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথিও। এদিন তাদেরও যথেষ্ট প্রশংসা পান এই নব দম্পতি।

 

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর