যোগী আদিত্যনাথের বাড়িতে এল নতুন সদস্য, আদর করে নিজের হাতেই খাইয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) পশুপ্রেম কারোরই অজানা নয়। যখন তিনি সুযোগ পান, তখনই তিনি পশুদের কাছে গিয়ে তাঁদের আদর করেন। গোরক্ষপুরের সফরে তিনি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা নিজের গোশালাতেই সময় কাটান। বিশেষ করে বাছুরদের সঙ্গে উনি সময় কাটাতে বেশী ভালোবাসেন।

CM Yogi new member came home

এবার ওনার পরিবারে একজন নতুন সদস্য এল। রবিবার সকালে যোগী যখন গোরক্ষনাথ মন্দির চত্বরে ছিলেন, তখন ওনার সামনে একটি ছোট ‘পাপ্পি” আসে। ছোট কুকুর ছানাকে দেখে যোগী খুব আনন্দিত হন। এরপর তাঁকে খুব আদরও করেন তিনি।

যোগী আদিত্যনাথ নিজের হাতে করে কুকুর ছানাটিকে বিস্কুট খাওয়ান। যোগী আদিত্যনাথ যখন ওখান থেকে চলে যাচ্ছিলেন, তখন কুকুর ছানাটি যোগীর পিছু নেয়। ওনার যে পশুর প্রতি অগাধ প্রেম রয়েছে, সেটা ছোট কুকুর ছানাটিও বুঝতে পারে।

যোগী আদিত্যনাথ আজ গোরক্ষনাথ মন্দিরে বিশ্ব কল্যাণের জন্য রুদ্রাভিষেক করেন। মন্দিরে নিজের পুজো কক্ষে পুরোহিতরা নিয়ম অনুযায়ী শ্রাবণ মাসের প্রথম দিনে রুদ্রাভিষেক করে ভগবান ভোলেনাথের কাছে সবার সুন্দর জীবনের কামনা করেন।

এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হিন্দু সেবা আশ্রমে জনতা দরবারে অংশ নেন। সেখানে অনেক মানুষই নিজের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী যোগী তাঁদের সমস্যার সমাধানের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। তিনি আধিকারিকদের সবার সমস্যা যাতে শীঘ্রই সমাধান হয়, সেটা বলে দেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর