বাংলা হান্ট নিউজ ডেস্ক: অপেক্ষার আর মাত্র তিন বছর। তারপর থেকেই আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের ঢংয়ে আরম্ভ হবে ক্লাব ফুটবল বিশ্বকাপ। প্রতিবছর এখনও ক্লাব বিশ্বকাপ আয়োজিত হয়। কিন্তু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাত্র ৭ টি ক্লাব। এবার এই নিয়মে আসতে চলেছে পরিবর্তন। ঢেলে সাজানো হবে ক্লাব বিশ্বকাপের ফরম্যাটটি।
ফিফা বিশ্বকাপ ফাইনালে আগে এমনই অভিনব ঘোষণা এলো ফিফার তরফ থেকে। ঘোষণা করলেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এখনো পূরো পরিকল্পনা প্রস্তুত হয়নি। তবে ফিফা সভাপতি ইঙ্গিত দিয়েছেন যে ২০২৫ থেকে এই ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ চালু করা হবে।
সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি প্রত্যেকটি মহাদেশ থেকে বেশ কিছু সংখ্যক ক্লাব মিলিয়ে মোট ৩২ টি ক্লাব নিয়ে তাদেরকে বর্তমান ফুটবল বিশ্বকাপের আদলে আটটি ভিন্ন গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা রয়েছে ফিফার।
তেমনটা যদি সত্যি হয় তাহলে বর্তমানের ছয় মহাদেশের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবও আয়োজক দেশের লিগ জয়ী ক্লাবকে নিয়ে আয়োজিত সাদা-মাটা দু সপ্তাহ ব্যাপী টুর্নামেন্টের বদলে যে নতুন ফরম্যাটটি বেশি আকর্ষণীয় হবে, সেটা বলাই বাহুল্য।