এবার রেশন নিয়ে নো টেনশন! প্রকাশ্যে এল নয়া বিজ্ঞপ্তি, জানার পর উচ্ছ্বসিত হবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : ভারতবাসীদের কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। পরিচয় পত্রের পাশাপাশি রেশন কার্ডের বিনিময়ে আমরা সস্তায় সরকারের তরফ থেকে খাদ্যশস্য লাভ করে থাকি। আপনাদেরও যদি রেশন কার্ড (Ration Card) থেকে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

আপনারাও যদি রেশন কার্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ একটি খবর আমরা তুলে ধরব। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছিল অযোগ্য রেশন কার্ড হোল্ডারদের রেশন কার্ড সরকার সারেন্ডার করতে বলছে। এমনকি একাধিক সংবাদমাধ্যম দাবি করছিল সরকার অযোগ্যদের কাছ থেকে রেশন কার্ড বাজেয়াপ্ত করতে পারে।

কিন্তু এই খবর কতটা সত্যি তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে, সরকারি তরফে এই বিষয়ে সম্প্রতি বিবৃতি জারি করা হয়েছে। এই বিবৃতি জারি করেছে উত্তরপ্রদেশ সরকার (Uttarpradesh Government)। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে কার্ড সমর্পণের বিষয়ে তাদের তরফ থেকে কোনও ধরনের ঘোষণা করা হয়নি।

ration money (1)

সরকারের এই বিবৃতির পর স্বস্তির শ্বাস ফেলেছেন বহু মানুষ। এমনকি উত্তর প্রদেশের খাদ্য কমিশনার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন এই ধরনের গুজব যারা রটাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সে রাজ্যের খাদ্য কমিশনারের কথায়, রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের জীবনে। রেশন কার্ড সারেন্ডার ও অযোগ্যদের বিষয় ভুল তথ্য রটানো হচ্ছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর