গ্রাহক সংখ্যা তলানিতে ঠেকতেই নতুন স্ট্র্যাটেজি Vi-এর! এবার সব প্ল্যানেই মিলবে 5GB FREE ডেটা

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ছিল যখন ভোডাফোন ভারতের অন্যতম বৃহত্তম মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ছিল। কিন্তু যতদিন গেছে গ্রাহক সংখ্যা কমেছে ভোডাফোনের। এরপর তারা আইডিয়ার সাথে যুক্ত হয়ে নতুন ব্র্যান্ড গঠন করে। ভোডাফোন আইডিআর নতুন নাম দেওয়া হয় Vi। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি।

সঠিক সময় 5G পরিষেবা লঞ্চ করতে না পারায় প্রতিযোগিতায় বেশ খানিকটা পিছিয়ে গেছে এই সংস্থা। ক্রমশ গ্রাহক সংখ্যা কমছে Vi-এর। বিপুল সংখ্যক লোকসানের পর এবার এই সংস্থা নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন অতিরিক্ত ডেটা। ভি অ্যাপ থেকে রিচার্জ করলে গ্রাহকরা এই সুবিধা পাবেন।

Vi-এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে মহা রিচার্জ স্কিমের। ব্যবহারকারীরা এই স্কিমে অতিরিক্ত ৫ জিবি ডেটা পেয়ে যাবেন। এই অতিরিক্ত ডেটার জন্য গ্রাহককে কোনও টাকা দিতে হবে না। এই অফারটি পাওয়ার জন্য গ্রাহককে ভি অ্যাপ এর মাধ্যমে ২৯৯ কিংবা তার থেকে বেশি মূল্যের রিচার্জ করতে হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যে সকল গ্রাহকরা ১৯৯ থেকে ২৯৯ টাকার মধ্যে রিচার্জ করবেন তারা তিন দিনের জন্য অতিরিক্ত ২ জিবি ডেটা পাবেন। সংস্থার জানিয়েছে এই রিচার্জ গুলির মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন Vi Movies & TV, Vi Music এবং Vi Games।

vodafone idea vi

Vi সম্প্রতি দুটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যাদের খরচ যথাক্রমে ৩৬৮ টাকা ও ৩৬৯ টাকা। এই দুই প্ল্যানেই ব্যবহারকারীরা ৩০ দিনের ভ্যালিডিটি পিরিয়ডে প্রতিদিন ২ জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন। কয়েক দিন আগে একটি ১৮১ টাকার প্রিপেড প্ল্যানও লঞ্চ করেছে Vodafone Idea।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর