বাংলা হান্ট ডেস্কঃ চাই সততার শংসাপত্র, তা না হলে মিলবে না পদোন্নতি! এবার এমনই নির্দেশিকা জারি হল। সম্প্রতি নবান্ন (Nabanna) তরফে নির্দেশ জারি করে বলা হয়েছে, সততার শংসাপত্র Integrity Clearance Certificate/ Vigilance Clearance জমা না দিলে আটকে যাবে পদোন্নতি। এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকার তরফে (Government Of West Bengal)।
নবান্ন তরফে জারি করা নির্দেশে আরও বলা হয়েছে, রাজ্যের সকল সরকারি কর্মচারী সকলের জন্যই এই নিয়ম প্রযোজ্য। তবে এই নিয়ম আজকের নয়, চাকরির শুরু থেকেই প্রত্যেক সরকারি কর্মীকে (Government Employees) এই নিয়ম মানতে হবে। এমনই নির্দেশিকা রয়েছে। সার্ভিস লগ বুকেও এই বিষয়ে উল্লেখও রয়েছে।
অভিযোগ, আগে থেকেই সততার শংসাপত্র নিয়ে নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি অফিসার, সরকারি কর্মীদের অনেকেই এই নিয়ম সঠিকভাবে পালন করতেন না। সেই কারণেই ফের নির্দেশিকা জারি করা হয়েছে। অফিসার বা গ্রুপ সির কর্মীদের পাশাপাশি গ্রুপ ডি-র কর্মীদেরও ফি বছর সততার শংসাপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন: ‘এবারে আরও..,’ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার, কতটা বাড়ল ভাতার টাকা?
কি এই সততার সার্টিফিকেট?
জানা যাচ্ছে, অফিসে নির্দিষ্ট সময়ে আসা, কাজের প্রতি নিজের সমস্ত দায়িত্বের পালন করা, সরকারি কাজের বিনিময়ে কোনও ধরনের সুবিধা ভোগ না করা সহ এরকম আরও একাধিক বিষয়ের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্মীকে সততার সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। এই সার্টিফিকেটই এবার বাধ্যতামূলক করা হল। সূত্রের খবর, সততার শংসাপত্রের মধ্যেই থাকবে সংশ্লিষ্ট কর্মীর শৃঙ্খলা পরায়ণের বিষয়টিরও উল্লেখ থাকবে। এই সার্টিফিকেট না দিলে হবে না পদোন্নতি।