বাংলা হান্ট ডেস্ক : হতে চলেছে বহু প্রতীক্ষার অবসান। অবশেষে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবন (New Parliament)। আভিজাত্যের গরিমার সঙ্গে আধুনিকতার প্রলেপ, নবনির্মিত সংসদ ভবন অবাক করে দেবে সবাইকে। আগামী ২৮ মে উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের। উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
গতকাল বৃহস্পতিবারই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং উদ্বোধনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘সংসদ ভবনের নতুন বিল্ডিং আত্মনির্ভর ভারতের প্রতীক।’
প্রথমে ঠিক হয়েছিল বিজেপি সরকারের নবম বর্ষপূর্তির দিনই নতুন সংসদ ভবনের উদ্বোধন করা হবে। ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদি। কেন্দ্রের পরিকল্পনা ছিল, ওই দিনই নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। তবে পরে তা দুই দিন পিছিয়ে ২৮ মে করে দেওয়া হয়। ২০২০ সালের ডিসেম্বর মাসে সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্যতম অংশ এই সংসদ ভবন। টাটা গোষ্ঠী এই নতুন সংসদ ভবন তৈরি করেছে।
কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি করা এই সংসদ ভবনে একদিকে যেমন আভিজাত্যের ছোঁয়া থেকে শুরু করে আধুনিকতার অদ্ভুত মিশ্রন রয়েছে। রাষ্ট্রপতি ভবন থেকে ঢিল ছোড়া দূরত্বেই ৬৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে এই সংসদ ভবন। চারটি তল বিশিষ্ট এই সংসদ ভবন তৈরি করার অন্যতম কারণ ছিল সাংসদদের বসতে দেওয়ার জন্য স্থানাভাব এবং পুরনো সংসদ ভবনের বেহাল দশা।
নতুন এই সংসদ ভবন বর্তমান সংসদ ভবনের থেকে আয়তনে প্রায় ১৭ হাজার স্কোয়ার ফুট বড়। ১২০০-রও বেশি সাংসদ সেখানে বসতে পারবেন। রয়েছে সাংসদদের জন্য আলাদা ঘর। এছাড়াও কমিটি রুম, পাঠাগার, খাবারের জায়গা। রয়েছে বিশেষ পার্কিং-র জায়গাও।