বাংলাহান্ট ডেস্ক : ফেরত আনা হবেনা পুরনো পেনশন প্রকল্প (ওপিএস)। তাই জন্য সরকার আগামী বছর লোকসভা ভোটের আগে কিছুটা পরিবর্তন করতে পারে নয়া পেনশন প্রকল্পের (এনপিএস) নিয়মে। এই বিষয়ের সাথে যুক্ত দুই সরকারি আধিকারিক এমনটাই জানিয়েছেন। এই আধিকারিকরা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন একটি কাঠামো তৈরি করার চেষ্টা হচ্ছে।
কর্মচারীরা যাতে নিজেদের জীবনের শেষ বেতনের ৪০ থেকে ৪৫ % পেনশন নিশ্চিত হিসেবে পান সেই বিষয়েই পরিকল্পনা চলছে। নয়া পেনশন নীতিতে এই ধরনের নিয়ম আপাতত নেই। উচ্চ পর্যায়ের কমিটির খতিয়ে দেখছে নয়া পেনশন নীতিতে নিশ্চিতভাবে রিটার্নের অংক নির্ধারণ করা যায় কিনা। পুরনো পেনশন স্কীমের আওতায় কর্মচারীরা নিজেদের জীবনের শেষ বেতনের ৫০% পেনশন হিসেবে পেয়ে থাকেন।
আরোও পড়ুন : মূল্য কমবে পেট্রল-ডিজেলের? অপরিশোধিত পেট্রোপণ্যের কর কমিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
এই অংকের কোনও হেরফের হয় না। এর জন্য কোনও অর্থ দিতে হয় না কর্মচারীদের। সেই জায়গায় নয়া পেনশন নীতিতে এই ধরনের নির্দিষ্ট পেনশনের অংক নেই। সম্পূর্ণভাবে বাজারের উপর নির্ভর করবে কত টাকা পেনশন মিলবে। কর্মচারীদের একাংশ ও বিরোধী নেতারা এই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন। তাদের দাবি ফিরিয়ে আনা হোক পুরনো পেনশন প্রকল্প।
আরোও পড়ুন : বহু পদ, প্রচুর কর্মী নিয়োগ! কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে খড়গপুর IIT, শিগগিরই আবেদন করুন
এর মধ্যেই পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা হয়েছে বিরোধী শাসিত রাজ্যগুলিতে। তবে এক আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার ফিরিয়ে আনবে না পুরনো পেনশন প্রকল্প। তিনি জানাচ্ছেন, সরকার ফিরে যাবে না পুরনো পেনশন প্রকল্পে। তবে এমন একটি মজবুত প্রক্রিয়া চালু করা হতে পারে যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা রিটার্ন দেওয়া হবে। সেটা নির্ধারণ করা হবে মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন ধরে নেওয়া যাক এক কর্মচারী শেষ জীবনে যে পরিমাণ বেতন পেতেন তার চল্লিশ শতাংশ সরকার পেনশন হিসেবে দেবে বলে ঠিক করেছে। সে ক্ষেত্রে বাজার থেকে যদি নির্দিষ্ট পরিমাণ থেকে কম পেনশন রিটার্ন আসে, তাহলে বাকিটা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। সাধারণত ৩৬ শতাংশ থেকে ৩৮ শতাংশ রিটার্ন বর্তমানে কর্মচারীরা গড়ে পেয়ে থাকেন।