‘এক থালা ভাত’! তৃণমূল-বিজেপিকে টক্কর দিতে বঙ্গ রাজনীতিতে নয়া দলের উত্থান! নাম কী জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালে ফের ‘বাংলার মসনদ’ দখলের লড়াই। ইতিমধ্যেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে (Assembly Elections) নজরে রেখে ময়দানে নেমে পড়েছে তৃণমূল, বিজেপি সহ বাংলার একাধিক রাজনৈতিক দল। এই আবহে সামনে আসছে বড় খবর! বঙ্গ রাজনীতিতে উত্থান হল একটি নতুন রাজনৈতিক দলের। নাম, ‘তেজস জনকল্যাণ পার্টি’ (Tejas Janakalyan Party)। দলনেত্রীর নাম রুবি গুপ্ত। বর্তমান টালমাটাল এই পরিস্থিতিতে প্রত্যেকে যাতে শান্তির ভাত খেতে পারেন, সেটাই উদ্দেশ্য এই দলের। সেই জন্য দলের প্রতীক রাখা হয়েছে ‘এক থালা ভাত’।

ছাব্বিশের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে তেজস জনকল্যাণ পার্টি (Tejas Janakalyan Party)!

আরজি কর থেকে শুরু করে স্যালাইন কাণ্ড, বর্তমানে একাধিক ইস্যুতে উত্তাল বাংলা। শাসক, বিরোধীদের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। এই টালমাটাল আবহে বঙ্গ রাজনীতিতে আত্মপ্রকাশ করল তেজস জনকল্যাণ পার্টি (TJP)। এই বিষয়ে দলনেত্রী বলেন, ‘তেজস’ কথার অর্থ হল সূর্যের প্রথম আলো। সেই শক্তি রয়েছে বলে দলের নামের শুরুতেই ‘তেজস’ রেখেছেন বলে দাবি করেন রুবি গুপ্ত।

এই নতুন রাজনৈতিক দলের (Tejas Janakalyan Party) নেত্রীর কথায়, বাঙালির নিজের কোনও দল নেই। বাঙালি মধ্যবিত্তদের জন্য একটি রাজনৈতিক দল হিসেবে এই দলকে তুলে ধরতে চান তিনি। তবে কোনও কুৎসা অথবা কটুক্তি নয়, বরং সাধারণ মানুষের সেবা করে দলের প্রতিষ্ঠা করতে চান বলে জানিয়েছেন রুবি।

আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তি কর্মীর দ্বিগুণ মাইনে হবে কেন্দ্রীয় সরকারি পিওনের! অঙ্কটা শুনলে মাথা ঘুরে যাবে

এই প্রসঙ্গে তেজস জনকল্যাণ পার্টির নেত্রী বলেন, বর্তমানে বাংলার কোনও বিকল্প দল নেই বলে মনে করেন তিনি। সেই ‘শূন্যস্থান’ই পূরণ করতে চান তাঁরা। ইতিমধ্যেই সেই লক্ষ্যে দল কাজ শুরু করে দিয়েছে বলে জানান তিনি। রুবির কথায়, বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কেউ মিথ্যে মামলা করতে পারে। তবে তেজস জনকল্যাণ পার্টি ব্যক্তিগত কুৎসা চায় না। এসব করলে হয়তো কিছুক্ষণের হাততালি পাওয়া যায়। তবে পশ্চিমবঙ্গে এর চেয়ে অনেক জরুরি কাজ রয়েছে বলে মনে করেন তিনি।

Tejas Janakalyan Party

তেজস জনকল্যাণ পার্টির (Tejas Janakalyan Party) নেত্রী এদিন স্পষ্ট জানান, আগামী বছর বিধানসভা ভোটে শাসকদলের চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দল। তবে এর জন্য কোনও জোট নয়, বরং নিজেরাই আমজনতার কথা সকলের সামনে তুলে ধরবেন বলে জানিয়েছেন রুবি গুপ্ত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর