বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক পালাবদল ঘটেই চলেছে। গত বছর শেখ হাসিনার বিরুদ্ধে জনমত গঠন হওয়ার পরেই সরকার পতন এবং সমবেত দাবি মেনে গঠিত হয় তদারকি সরকার। তবে বছর ঘোরার আগেই বাংলাদেশে (Bangladesh) জাতীয় নির্বাচনের কথা শোনা যাচ্ছে। এমতাবস্থায় নতুন রাজনৈতিক দল গঠন করার কথা আগেই জানানো হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির তরফে।
নতুন রাজনৈতিক দল আসতে চলেছে বাংলাদেশে (Bangladesh)
বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূসের তরফে অবশ্য মিলেছে সবুজ সংকেত। পড়ুয়ারা রাজনৈতিক দল গঠন করতেই পারে বলে মন্তব্য করেছিলেন ইউনূস। এবার বাস্তবিকই দল গঠনের দিকে আরো এক ধাপ এগোলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পড়ুয়াদের সংগঠন। সরাসরি জনতার মত চাইছে তাঁরা।
বিলি করা হচ্ছে ফর্ম: নয়া রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে আমজনতার মতামত চাইছে পড়ুয়াদের সংগঠন। নতুন বাংলাদেশ (Bangladesh) গড়ার লক্ষ্যে সে দেশের বাসিন্দারা কী চান তা জানতে একটি ফর্ম বিলি করছেন তাঁরা। বাংলাদেশের মানুষ কেমন দল চাইছেন, তা জানতে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে। সেখানে ওই ফর্মের ছবি দিয়েছে কমিটি।
আরো পড়ুন : পর্ণার সঙ্গে “অবিচার”, পারফরম্যান্সের লিস্ট দেখেই শুরু বিতর্ক! কখন টেলিকাস্ট হবে ‘সোনার সংসার’?
জনতার কাছে চাওয়া হচ্ছে মত: ফর্মের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, মানুষের মতামতের উপরে ভিত্তি করেই গঠন করা হবে নতুন রাজনৈতিক দল (Bangladesh)। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই ফর্ম।
আরো পড়ুন : ঐন্দ্রিলার পরিবারে ফিরল “অভিশাপ”! বোনের জন্মবার্ষিকীতেই দুঃসংবাদ দিলেন দিদি ঐশ্বর্য
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে বলা হয়েছে, জুলাই বিপ্লবের আকাঙ্খাকে বহন করবে তাঁদের রাজনৈতিক দল। গণতন্ত্র, ন্যায়বিচার এবং সমতার ভিত্তিতে গড়ে উঠবে দলটি। কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে তাও দেশবাসীর কাছে জানতে চেয়েছেন ছাত্র আন্দোলনের নেতারা।