এই দুর্মূল্যের বাজারে উপযুক্ত সুদে টাকা জমানোর স্কিম খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি অভিনব স্কিম। কয়েক বছরে টাকা ডবল হওয়ার পাশাপাশি এই স্কিমে টাকা রাখলে প্রতারিত হওয়ার সুযোগ নেই। কারন এই স্কিমের গ্যারান্টি দিচ্ছে ভারত সরকার৷
এই মুহুর্তে ব্যাংকের থেকেও টাকার ওপর ভালো সুদ দিচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসে ইনভেস্টের একটি দারুন স্কিম হল ‘কিষান বিকাশ পাত্র স্কিম’ (Kishan Vikash Patra Scheme)। মাত্র ১ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন এই স্কিম। আসুন জেনে নি এই স্কিমের খুঁটিনাটি
১. এই স্কিমে টাকা জমানোর ক্ষেত্রে আপনার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর।
২. সিঙ্গেল বা জয়েন্ট যে কোনো একাউন্ট খুলতে পারবেন। রয়েছে নমিনি রাখার সুবিধাও।
৩. টাকা ডবল হবে মাত্র ১২৪ মাসে অর্থাৎ ১০ বছর ২ মাস পরে।
৪. এই স্কিমের সুদ ৬.৯ শতাংশ যা বেশ কয়েকটি ব্যাংকের তুলনায় বেশ বেশি।
৫. ১ হাজার টাকা থেকে স্কিম শুরু হলেও ৫০ হাজাএ টাকার বেশি ইনভেস্ট করতে হলে প্যান কার্ড বাধ্যতামূলক। ১০ লাখের বেশি ইনভেস্ট করতে হলে আয়ের প্রমান পত্র জমা দিতে হবে।
৬. পোস্ট অফিস সরকারি হওয়ায় আপনার সাথে প্রতারণা হওয়ার সুযোগ নেই। এই স্কিমে নিশ্চিন্তে টাকা রাখতে পারবেন।