বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, একাধিক দুর্নীতি ইস্যু মাঝে দলের ভেতর গোষ্ঠী দ্বন্দ্ব শাসক দলের জন্য ক্রমশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন পূর্বেই দক্ষিণ কলকাতার (Kolkata) বেশ কিছু প্রান্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি সহ বেশ কয়েকটি পোস্টার দেওয়াকে ঘিরে শুরু হয় বিতর্ক।
পোস্টারগুলিতে লেখা থাকে, “আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল, ঠিক যেমন সাধারণ মানুষ চায়।” তবে এক্ষেত্রে পোস্টারগুলি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি কেন বাদ দেওয়া হয়েছে, সে প্রসঙ্গটিকে সামনে এনে বিতর্ক চরম হয়ে ওঠে। বিরোধী দলগুলির পক্ষ থেকে শাসক দলকে কটাক্ষ করে একের পর এক আক্রমণ শানানো হয় আর এবার পোস্টার বিতর্ককে দূরে সরিয়ে পূর্ব কলকাতার বিভিন্ন প্রান্তে পড়ল ‘নয়া’ পোস্টার! উল্লেখ্য, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতার ছবিও ব্যবহার করা হয়েছে। যদিও এক্ষেত্রে পুরানো বিতর্ককে ধামাচাপা দেওয়ার জন্যই এহেন পরিকল্পনা বলে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তৃণমূলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অভিষেকের দুটি পৃথক দল তৈরি হয়েছে বলে জল্পনা বৃদ্ধি পেতে থাকে। এ প্রসঙ্গে একাধিক সময় আক্রমণ শানাতেও দেখা গিয়েছে বিরোধী দলগুলিকে। এর মাঝেই সম্প্রতি দক্ষিণ কলকাতায় অভিষেকের ছবিসহ পোস্টার দেওয়ার মধ্য দিয়ে বিরোধীদের সেই দাবিই এক প্রকার প্রমাণিত হয়। বিশেষত পোস্টারে লেখা ‘নতুন তৃণমূল’ বলতে আদতে কি বোঝানো হয়েছে, সেই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয় জল্পনা। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এটা আসলে নতুন কিছু নয়। তোলা তোলার জন্য নতুন নিয়ম আনা হতে চলেছে।” অপরদিকে মমতা বনাম অভিষেক ইস্যুকে সামনে তুলে ধরেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, “দলের পক্ষ থেকে এই সকল পোস্টার দেওয়া হয়নি। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেকের সভাপতিত্বে আমাদের দল পরিচালনা করা হচ্ছে। পোস্টারগুলি নিয়ে বিরোধীরা যেভাবে আক্রমণ করে চলেছে, তার কোন ভিত্তি নেই।” এর মাঝেই এবার নয়া পোস্টারকে ঘিরে শুরু হলো বিতর্ক।
বাংলা সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে দেওয়া পোস্টারে ব্যবহার করা হয়েছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। একই সঙ্গে সেখানে লেখা, “পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ।” অর্থাৎ মমতা এবং অভিষেক দুজনকে নিয়েই যে আগামী পথে দল এগিয়ে চলবে, সেই প্রসঙ্গে বার্তা দেওয়া হয়েছে বলেই মত বিশেষজ্ঞদের। অবশ্য এক্ষেত্রে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের দাবি, “আগের পোস্টারকে কেন্দ্র করে যেভাবে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তা ধামাচাপা দেওয়ার জন্যই নতুন পোস্টার সামনে আনা হয়েছে।”