বাংলা হান্ট ডেস্ক: এবার সামনে এল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) নতুন দাম। তবে, এই দামে সরকারি তেল সংস্থাগুলির পক্ষ থেকে স্বস্তি বজায় রাখা হয়েছে। অর্থাৎ, বিপিসিএল, এইচপিসিএল এবং ইন্ডিয়ান অয়েল মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন করেনি বলেই জানা গিয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সর্বশেষ দাম অনুযায়ী বর্তমানে দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৯৬.৭২ টাকা এবং এক লিটার ডিজেলের দাম হল ৮৯.৬২ টাকা। পাশাপাশি, অন্যান্য মহানগরগুলিতেও দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম হল ১০৬.০৩ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯২.২৭৬ টাকা।
আবার, মুম্বাইতে পেট্রোল প্রতি লিটারে পাওয়া যাচ্ছে ১০৬.৩১ টাকায় এবং এক লিটার ডিজেল ৯৪.২৪ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি চেন্নাইতে পেট্রোল বিক্রি হচ্ছে ১০২.৬৬ টাকা প্রতি লিটারে এবং এক লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৪.২৬ টাকায়।
অন্যান্য বড় শহরে পেট্রোল ও ডিজেলের দাম:
১. পাটনাতে প্রতি লিটার পেট্রোলের দাম হল ১০৮.১২ টাকা। পাশাপাশি, সেখানে প্রতি লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ৯৪.৮৬ টাকায়।
২. লখনউতে এক লিটার পেট্রোলের দাম হল ৯৬.৫৬ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৯.৭৫ টাকা।
৩. জয়পুরে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ১০৮.৪৮ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৩.৭২ টাকা।
৪. হায়দ্রাবাদে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০৯.৬৬ টাকায় এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৯৭.৮২ টাকা।
৫. চণ্ডীগড়ে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৯৬.২০ টাকা। পাশাপাশি, সেখানে প্রতি লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ৮৪.২৬ টাকায়।
৬. বেঙ্গালুরুতে এক লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে ১০১.৯৪ টাকায় এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৭.৮৯ টাকা।
৭. নয়ডায় পেট্রোলের দাম হল প্রতি লিটারে ৯৬.৬৫ টাকা এবং ডিজেলের দাম হল প্রতি লিটারে ৮৯.৮২ টাকা।
৮. গুরুগ্রামে প্রতি লিটার পেট্রোলের দাম হল ৯৭.০৪ টাকা। পাশাপাশি, সেখানে প্রতি লিটার ডিজেল পাওয়া যাচ্ছে ৮৯.৯১ টাকায়।
অপরিশোধিত তেলের দাম: প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলারে দাঁড়িয়ে রয়েছে। মূলত, WTI ক্রুডের দাম ০.৮২ ডলার বা ১.১৪ শতাংশ কমে প্রতি লিটারে ৭০.৯৬ টাকা এবং ব্রেন্ট ক্রুড ০.১৫ ডলার অর্থাৎ ০.২০ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৫.৯৪ ডলারে পৌঁছেছে।
এইভাবে জানুন আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম: ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুসারে, আপনি সহজেই ৯২২৪৯ ৯২২৪৯ এই নম্বরে RSP ডিলার কোড লিখে SMS-এর মাধ্যমে পেট্রোল এবং ডিজেলের দাম আপডেট জানতে পারেন। উল্লেখ্য যে, পেট্রোল এবং ডিজেলের দাম প্রতিদিন আপডেট হয়। এর মধ্যে অপরিশোধিত তেলের দাম এবং পরিবহণ খরচ অন্তর্ভুক্ত থাকে।