আহা! এবার পড়ুয়াদের জন্য আসছে ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’ আইটেমের ব্যবস্থা, নয়া চমক মিড ডে মিলে

   

বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) প্রত্যেকটা সরকারি বিদ্যালয়ে মিড ডে মিলে ছাত্র-ছাত্রীদের ভাত, ডাল, তরকারি দেওয়ার পাশাপশি, কখনো কখনো ডিম, মাছ, মাংস দেওয়া হয়। কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে গরম গরম ভাত, ডাল, তরকারি খেতে কি আর ছাত্র-ছাত্রীদের ভালো লাগে? পেট ভরানোর জন্য ভাত, ডাল, তরকারির বিকল্পই বা কি? শরীরে পুষ্টিগুণ প্রয়োজন।

তবে এবার পুরুলিয়ার (Purulia) একটি স্কুলে মিড ডে মিলে (Mid day meal) নতুন করে সংযোজিত হলো আইসক্রিম। প্রচন্ড গরমের মধ্যে মিড ডে মিল খাওয়ার পরে ছাত্র-ছাত্রীদের হাতে আইসক্রিম তুলে দেওয়ার ব্যবস্থা করলেন বিদ্যালয় কর্তৃপক্ষ। পুরুলিয়া জেলার পুরুলিয়া ১ নম্বর ব্লকের সিন্দরি চাষ রোড উচ্চ বিদ্যালয়ে এমন উদ্যোগ গ্রহণ করেছেন স্কুল কর্তৃপক্ষ।

আরোও পড়ুন : এবার রেশন কার্ডেই থাকলেই হবে কেল্লাফতে! হাতে আসবে মোটা টাকা, কীভাবে পাবেন এই সুবিধা?

গত শনিবার বিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে মিড ডে মিলের পর স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা আইসক্রিমের গাড়ি থেকে একেবারে বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে আইসক্রিম তুলে দেওয়ার বন্দোবস্ত করা হয়। তীব্র গরমেও বিদ্যালয়ে কষ্ট করে আসছে পড়ুয়ারা। সারাদিন ক্লাস করার পর মিড ডে মিল খাওয়ানো হয় তাদের।

আরোও পড়ুন : হকার উচ্ছেদের পর নজর ঝুপড়িতে! ফুটপাথ বাসীদের পুনর্বাসনের জন্য জমি খুঁজছে পুরসভা

কিন্তু প্রচণ্ড গরমে তাদেরও তো ইচ্ছে করে আইসক্রিম খেতে। সেই ইচ্ছে পূরণ হওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে ওঠে ওই স্কুলের পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষ চাইছিলেন, বিদ্যালয়ে আসা ছাত্র-ছাত্রীদের মুখে হাসি ফোটাতে। এবার তাই হলো। উল্লেখ্য, রাজ্যের বহু বিদ্যালয়ে পড়ুয়াদের হাতে মরশুমি ফল তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে থাকেন শিক্ষক শিক্ষিকারা।

mid day meal

কখনো আবার কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করা হয় মিড ডে মিলে। কিন্তু আইসক্রিম খাওয়ানোর উদ্যোগ সম্ভবত রাজ্যে প্রথমবার। এর আগে এই আয়োজন কোথাও হয়নি বলেই মনে হয়। ছোটদের কাছে এমনিতেই আইসক্রিম খুব প্রিয় জিনিস। মিড ডে মিল খাওয়ার পর হাতে আইসক্রিম পাওয়া মানে,তাদের কাছে যে কতটা প্রাপ্তি তা আর বলে বোঝানোর প্রয়োজন নেই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর