বাংলাহান্ট ডেস্ক : স্টার জলসায় আসছে লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিয়াল (Serial)। এমনি খবর শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে হয়েছে অপেক্ষার অবসান। শুক্রবারই সামনে এসেছে ‘চিরসখা’র প্রথম প্রোমো। সেখানে অবশ্য প্রাথমিক গল্পের আভাস দেখা গিয়েছিল। আর এবার সামনে এল দ্বিতীয় প্রোমো, যেখানে নিজ নিজ চরিত্রে দেখা মিলল সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাসের।
প্রকাশ্যে চিরসখা সিরিয়ালের (Serial) দ্বিতীয় প্রোমো
লীনা গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, মধ্যবয়সী দুই পুরুষ মহিলার প্রেমের গল্প ফুটে উঠবে এই সিরিয়ালে (Serial)। প্রথম প্রোমোতে আভাস পাওয়া গিয়েছিল, অপরাজিতাকে প্রাথমিক ভাবে বিধবা বেশে দেখা যেতে পারে এই গল্পে। দ্বিতীয় প্রোমো সেটাই প্রমাণ করল। প্রোমো থেকে জানা গিয়েছে, এখানে অপরাজিতার স্বামীর বন্ধু সুদীপ। প্রোমোতে যখন একজন তাঁর পরিচয় জিজ্ঞাসা করে, সুদীপ উত্তর দেন তিনি বুবলাইদের কাকা হন। কিন্তু কেমন কাকা?
কী দেখা গেল প্রোমোতে: উত্তরে অপরাজিতা বলেন, তাঁর স্বামীর বন্ধু ছিলেন তিনি। পালটা একজন তাঁকে ‘নিজের কেউ নয়’ বলাতে অভিনেত্রী ফের উত্তর দেন, তাঁর স্বামীর মৃত্যুর পর নিজের লোককে পাশে পাননি। তিনি নিজের লোকের চেয়েও বেশি। কিন্তু এই প্রোমো (Serial) নিয়ে ট্রোলের ঝড় উঠেছে নেটপাড়ায়।
আরো পড়ুন : নাগাল পাবে না শত্রু শিবির! নিশ্ছিদ্র যোগাযোগে ভরসা দেশীয় প্রযুক্তিই, বিশেষ 5G ফোন পেল ভারতীয় সেনা
কী বলছেন নেটিজেনরা: একজন লিখেছেন, ‘শ্রীময়ী মেল ভার্সন’। আরেকজন লিখেছেন, ‘অনিন্দ্য কাকু নিজেই আজ রোহিত আঙ্কেল’। আরেকজন লিখেছেন, ‘বন্ধুকে মেরে বন্ধুর বউয়ের সাথে পরকিয়া করার সখা’। এমনকি ‘বুড়িসখা’ কটাক্ষও উড়ে এসেছে। তবে কয়েকজন আবার মন্তব্য করেছেন, রাত আটটার স্লটে জায়গা পেতে পারে এই সিরিয়াল (Serial)।
আরো পড়ুন : ফের ধূর্তামি চিনের! ভারতকে “জব্দ” করতে নয়া ফন্দি আঁটছে ড্রাগন, ফাঁস হয়ে গেল পরিকল্পনা
প্রসঙ্গত, এই সিরিয়ালে (Serial) থাকছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, চন্দন সেন, মালবিকা সেন, রেশমি সেন, সায়ক চক্রবর্তীর মতো অভিনেতা অভিনেত্রীরা। থাকছেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও।