অবশেষে প্রেমের স্বীকারোক্তি, ‘চিরদিনই তুমি যে আমার’এর প্রোমো দেখে আর্যর প্রশংসায় পঞ্চমুখ দর্শক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অসমবয়সী প্রেমের কাহিনি নিয়ে শুরু হয়েছে জি বাংলার সিরিয়াল (Serial) ‘চিরদিনই তুমি যে আমার’। সিরিয়ালটি শুরুর আগেই ট্রেলার, গল্পের আভাস দর্শকদের মনে আগ্রহ তৈরি করেছিল। যেভাবে সিরিয়াল (Serial) এগোচ্ছে, প্রথম থেকেই টিআরপি তালিকায় ছাপ ফেলতে শুরু করেছিল আর্য অপর্ণার কাহিনি। অবশেষে গল্প এমন একটি মোড়ে এসে ঠেকেছে যে নতুন প্রোমো দেখে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দর্শকরাও।

ভালো টিআরপি তুলছে চিরদিনই তুমি যে আমার (Serial)

বড় বিজনেসম্যান আর্য সিংহ রায় এবং নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে অপর্ণার কাহিনি (Serial) নিয়ে তৈরি হয়েছে এই সিরিয়াল। রয়েছে পূর্বজন্মের অ্যাঙ্গেলও। বয়সের প্রচুর ফারাক থাকলেও পরস্পরের প্রতি এক অমোঘ আকর্ষণে বারবার কাছাকাছি চলে আসে আর্য অপর্ণা। আর্য স্যারের কাছে অপর্ণা নিজের মনের কথাটা স্বীকার করলেও নানা দিক ভাবনা চিন্তা করে আর্য কিছু বলে উঠতে পারে না।

New promo out for chirodini tumi je amar serial

কী চলছে সিরিয়ালে: এদিকে অপর্ণার দেওয়া পরীক্ষাতেও হেরে যায় আর্য। নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই মন্দিরে দেখা হয়ে যায় দুজনের। কিন্তু তাও অপর্ণার সামনে এসে দাঁড়ানোর সাহস হয় না তার। সবটা জেনেশুনে অভিমানে শিলিগুড়ির উদ্দেশে পাড়ি দেয় অপর্ণা। যদিও শেষমেষ নিজেকে আর আটকে রাখতে পারে না আর্য (Serial)। একেবারে ফিল্মি কায়দাতেই মাঝ রাস্তা থেকে অপর্ণাকে ফিরিয়ে নিয়ে আসে সে। সম্প্রতি এক প্রোমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গিয়েছে, অবশেষে অপর্ণাকে মনের কথাটা বলবে আর্য।

আরো পড়ুন : স্থলবন্দর দিয়ে হবে না রপ্তানি, বাংলাদেশকে সরাসরি ‘বাণিজ্য-আঘাত’ ভারতের, বড় বিপাকে ইউনূস

প্রকাশ্যে নতুন প্রোমো: দর্শকরা দেখেছেন শেষ পর্বে একটি হোটেলে আশ্রয় নেয় আর্য অপর্ণা। নতুন প্রোমোতে দেখা যায়, অপর্ণা ঘুমিয়ে পড়েছে ভেবে তার সামনে নিজের মনের কথাগুলো খুলে বলে আর্য। কান্নায় ভেঙে পড়ে তাকে স্বীকার করতে দেখা যায় যে অপর্ণাকে (Serial) সে ভালোবাসে। অথচ দুজনের মধ্যে বয়সের এত ফারাক। অপর্ণা বড় হচ্ছে আর সে প্রৌঢ়ত্বের দিকে এগিয়ে চলেছে। সম্পর্কের ভার কীভাবে বহন করবে সে?

আরো পড়ুন : “ব্যর্থ” হয়েছে চিনা প্রতিরক্ষাও! পাকিস্তানকে ঘোল খাইয়ে ৬০০-রও বেশি ড্রোন ধ্বংস করেছে ভারত

প্রোমো দেখে উচ্ছ্বসিত দর্শকরা। একজন লিখেছেন, ‘প্রোমোটা কি মিষ্টি। অবশেষে একটা সুন্দর প্রোমো দিলো… মন থেকে বলছি দারুন ছিলো’। আরেকজন লিখেছেন, ‘যতই দেখি ততই ভালো লাগে। বাস্তবেও যদি এমন মানুষ থাকত’। সিরিয়াল যে জমে গিয়েছে তা দর্শকদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। এবার আর্যর মনের কথা জানতে পেরে অপর্ণা কী করবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X